Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ : গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ

বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের নাটকীয় জয় তুলে নিয়ে এশিয়া কাপে টিকে রইলো বাংলাদেশ। মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে গ্রুপ ‘বি’-তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিটন দাসের দল। এখন সুপার ফোরের ভাগ্য নির্ধারণ হবে বৃহস্পতিবারের শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচে।

এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৫৪ রান। ঝোড়ো ইনিংস খেলেন তানজিদ হাসান- ৩১ বলে ৫২ (৪ চার, ৩ ছক্কা)। সাইফ হাসান করেন ৩০, তাওহীদ হৃদয় যোগ করেন ২৬ রান। আফগানিস্তানের হয়ে রশিদ খান ও নূর আহমেদ নেন দুটি করে উইকেট।

জবাবে আফগানিস্তান থামে ২০ ওভারে ১৪৬ রানে। ওপেনার রহমনুল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। শেষ দিকে আজমাতউল্লাহ ওমরজাই (১৬ বলে ৩০) ও রশিদ খান (১১ বলে ২০) কিছুটা আশা জাগালেও জয় নিশ্চিত হয় বাংলাদেশের। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসুম আহমেদ (২/১১), রিশাদ হোসেন (২/১৮) ও তাসকিন আহমেদ (২/৩৪) সমান কার্যকর ছিলেন।



এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচে দুই জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে নেট রান রেটে (–০.২৭০) পিছিয়ে আছে। আফগানিস্তান দুই ম্যাচে এক জয় ও এক হারে ২ পয়েন্টে তৃতীয় স্থানে। শীর্ষে অপরাজিত শ্রীলঙ্কা।

গ্রুপ ‘বি’ পয়েন্ট তালিকা (সেপ্টেম্বর ১৭ পর্যন্ত)

দল ম্যাচজয় হারপয়েন্টনেট রান রেট
শ্রীলঙ্কা+১.৫৪৬
বাংলাদেশ–০.২৭০
আফগানিস্তান ২+২.১৫০
হংকং–২.১৫১

সমীকরণ

শ্রীলঙ্কা জিতলে তারা এবং বাংলাদেশ যাবে সুপার ফোরে। আফগানিস্তান জিতলে শ্রীলঙ্কার সঙ্গে তারা পরের রাউন্ডে উঠবে। তবে ৬৫ রানের বেশি ব্যবধানে আফগানিস্তান জিততে পারলে নেট রান রেটে পিছিয়ে পড়বে শ্রীলঙ্কা, আর বাংলাদেশ এগিয়ে যাবে পরের ধাপে।

ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট