Connect with us
বিশ্বকাপ

এশিয়া কাপ-২০২৫ : ফাইনাল জিতে কত টাকা প্রাইজমানি পেল ভারত

ফাইনাল জয়ের পর ট্রফি ছাড়াই ভারতীয় দলের উদযাপন। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত।

চ্যাম্পিয়ন হয়ে ভারত পেয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকা, যা গড়েছে নতুন রেকর্ড।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, ভিন্ন রকমের ঝাঁঝালো আমেজ। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি তুলে নেয় ভারত।



আনুষ্ঠানিকভাবে শিরোপাজয়ী দলের প্রাইজমানি ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে আয়োজক কমিটির নির্ভরযোগ্য সূত্র ইকোনমিক টাইমসকে পুরস্কারের অঙ্ক জানায়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিরোপাজয়ী হিসেবে ভারত পাচ্ছে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা।

রানার্স-আপ পাকিস্তান পাচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ। এছাড়া তৃতীয় হওয়া বাংলাদেশ পেয়েছে প্রায় ৬০ লাখ টাকা, আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কা পেয়েছে প্রায় ৪০ লাখ টাকা।

প্রাইজমানির দিক থেকেও ভারত গড়েছে নতুন ইতিহাস। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারের প্রাইজমানিই সর্বোচ্চ। গত আসরের তুলনায় এ বার টুর্নামেন্টের প্রাইজমানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। তুলনায় এবারের পুরস্কার বেড়েছে বড় ব্যবধানে।

নবমবারের মতো এশিয়া কাপ জিতে ভারত শুধু সর্বোচ্চ শিরোপাধারী দলই হলো না, বরং এশিয়া কাপে সর্বোচ্চ প্রাইজমানি পাওয়া দলও হলো তারা।

ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in বিশ্বকাপ