
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠবে এশিয়া কাপের ১৭তম আসরের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট। সবশেষ আসরের চেয়ে ২ দল বেড়ে মোট ৮ দল অংশ নেবে এবারের আসরে। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশও।
টুর্নামেন্টের মোট ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সম্প্রতি লঙ্কানদের তাদের ঘরে মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে লিটন দাসের দল। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৬ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে টাইগাররা।
আরও পড়ুন:
»এশিয়া কাপ ২০২৫ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি
» ১২৮ বছর পর অলিম্পিকে ফিরল ক্রিকেট, সময়সূচি ঘোষণা
গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ ৪ দল সুপার ফোরে উঠবে। সুপার ফোরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে উঠবে।
গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে পারলে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। তবে সেরা দুইয়ের বাইরে থাকলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে টাইগারদের।
২০২৫ এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :
তারিখ | ম্যাচ | সময় (বাংলাদেশ) |
১১ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম হংকং | রাত ৮টা |
১৩ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | রাত ৮টা |
১৬ সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | রাত ৮টা |
প্রসঙ্গত, এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০২৩ সালে সবশেষ আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের অষ্টম শিরোপা ঘরে তোলে ম্যান ইন ব্লুসরা। ওয়ানডে ফরম্যাটের সেই আসরে সুপার ফোর থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৫/বিটি
