Connect with us
ক্রিকেট

আইএল টি২০-তে দল না পাওয়ায় বিগ ব্যাশের পুরো মৌসুমে অশ্বিন

রবিচন্দ্রন অশ্বীন
রবিচন্দ্রন অশ্বিন। ছবি: সংগৃহীত

ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে আসন্ন বিগ ব্যাশে দেখা যাবে এ খবর আগেই জানা গিয়েছিল। তবে কতগুলো ম্যাচ খেলবেন, সেটা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে স্পষ্ট হলো বিষয়টি। পুরো মৌসুমের জন্যই সিডনি থান্ডারের হয়ে খেলবেন অভিজ্ঞ এই অফস্পিনার।

শুরুর দিকে থান্ডারের সঙ্গে তাঁর চুক্তি ছিল কেবল কয়েকটি লিগ ম্যাচ ও প্লে-অফ ঘিরে। কারণ আইএলটি২০–এর নিলাম তালিকায় নাম ছিল তাঁর, যেখানে ধারণা করা হচ্ছিল, ভালো দামেই বিক্রি হবেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই তারকা। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত বিগ ব্যাশের পুরো আসরে খেলার পথ বেছে নিয়েছেন তিনি।

অশ্বিন নিজেও হতাশা লুকাননি। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটাই ছিল আমার ন্যূনতম চাওয়া। কিন্তু আমি বেস প্রাইস কমাতে রাজি হইনি। ক্যারিয়ারের এই পর্যায়ে যদি আমার মূল্যায়ন সেইভাবে না হয়, তবে আমি খুশি মনে না খেলতেই রাজি।’



তিনি আরও জানান, ‘থান্ডারের সঙ্গে চুক্তি করার পরই নিলাম থেকে সরে আসার কথা ভাবছিলাম। তবে যেহেতু আইএলটি২০–কে কথা দিয়েছিলাম নিলামে অংশ নেব, তাই সে প্রতিশ্রুতি রেখেছি। এখন সিডনি থান্ডারের হয়ে পুরো মৌসুম খেলব।’

গত আসরে খুব ভালো করতে পারেনি থান্ডার। ট্রেভর বেলিসের কোচিংয়ে মৌসুম শেষ করেছিল তারা তৃতীয় স্থানে থেকে। তাই এবার অশ্বিনকে দলে পাওয়ায় নতুন করে ঘুরে দাঁড়ানোর আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

উল্লেখ্য বিগ ব্যাশ শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট