Connect with us
ক্রিকেট

ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছেন অশ্বিন

Ravichandran Ashwin
রবিচন্দ্রন অশ্বিন। ছবি- সংগৃহীত

প্রথম ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন স্পিন অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন। আসন্ন বিগ ব্যাশে সিডনি থান্ডার এর হয়ে মাঠে নামার কথা রয়েছে তার। মাঠে নামলেই প্রথমবারের মতো কোনো ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন অশ্বিন।

আইপিএল থেকে অবসর নেওয়ায় বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হয়েছে ভারতীয় জাতীয় দলের সাবেক এই অভিজ্ঞ স্পিন অলরাউন্ডারের। ইতোমধ্যে অশ্বিন আইএল টি টোয়েন্টি লিগের নিলামেও নাম লিখিয়েছেন। সেখানে খেললে বিগ ব্যাশের প্রথম কয়েক ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মৌসুমের শেষ দিকে তিন-চার ম্যাচে থান্ডারের হয়ে মাঠে নামতে পারেন অশ্বিন।

প্রাথমিকভাবে অশ্বিনের সঙ্গে চারটি ক্লাব যোগাযোগ করেছিল বলে জানা যায়। সিডনি থান্ডার, হোবার্ট হ্যারিকেন্স, সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স এর মধ্যে শেষ পর্যন্ত সিডনির থান্ডার দলের ভিড়িয়েছে এই অভিজ্ঞ ভারতীয় স্পিন অলরাউন্ডার কে। দলটিতে রয়েছেন বিশ্বকাপ জয়ী ইংলিশ কোচ ট্রেভর বেলিস ও অধিনায়কের দায়িত্ব রয়েছে অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। গত মৌসুমে ওয়ার্নারের নেতৃত্বেই ফাইনাল খেলেছিল থান্ডার।



থান্ডারের হয়ে খেলা প্রসঙ্গে অশ্বিন বলেছেন, ‘থান্ডার শুরু থেকেই স্পষ্ট ছিলো আমার খেলা নিয়ে। কর্তৃপক্ষের সঙ্গে আমার আলোচনা হয়েছে, তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমার দৃষ্টিভঙ্গির মিল রয়েছে। ওয়ার্নারের খেলার ধরন আমার ভীষণ পছন্দের। অধিনায়কের সঙ্গে একই মানসিকতা ভাগাভাগি করলে দল সবসময় এগিয়ে যায়। ‘

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে ৬.৯১ ইকোনোমি তে ৭২ উইকেট শিকার করেছেন অশ্বিন।

ক্রিফোস্পোর্টস/২৫সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট