Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে আশরাফুলের স্বীকৃতি, নতুন স্বপ্ন কী জানালেন নিজেই

Crifo Ashraful ICC
আইসিসি থেকে সার্টিফিকেট পেলেন আশরাফুল

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। তার জাতীয় দলের হয়ে মাঠে নামার স্মৃতি এখন অতীত। বিদায় বলেছেন পেশাদার ক্রিকেটকে। ক্রিকেটার থেকে এবার তার যাত্রা ক্রিকেট প্রশিক্ষণের দিকেই যাচ্ছে। সেই লক্ষ্যে অর্জন করেছেন একটি স্বীকৃতিও। তার চোখে এখন নতুন স্বপ্ন।

বারবার জাতীয় দলের হয়ে বীরত্ব দেখানো আশরাফুলের স্বপ্ন এখন নেপথ্য নায়কের ভূমিকায় থেকে হিরো হওয়া। অর্থাৎ জাতীয় দলের কোচ হতে চান তিনি। সেই স্বপ পূরণের একটি বড় পথ পাড়িও দিয়েছেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লেভেল-৩ কোচিংয়ের সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এই স্বীকৃতি পাওয়ার পর জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন আরও জোরালো হলো।

সোমবার (১৬ সেপ্টেম্বর) আইসিসির লেভেল-৩ কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে আশরাফুল লিখেছেন, আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি।’

আরও পড়ুন:

» ভারত সিরিজে বন্ধু তামিমকে টপকে শীর্ষে ওঠার সুযোগ মুশফিকের

» বাংলাদেশের সঙ্গে সিরিজেই নতুন মাইলফলক স্পর্শ করবেন কোহলি?

তিনি আরও লিখেছেন, আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনা পৌঁছানোর অনুপ্রাণিত করতে আগ্রহী। ইনশা আল্লাহ আমার সাধ্যমত চেষ্টা করবো ক্রিকেটের উন্নতি ও উন্নয়নে অবদান রাখতে।

গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে।

যারা টেস্ট ক্রিকেট খেলেছেন, তাদের লেভেল-১ কোচিং কোর্স প্রয়োজন হয় না। আর গত ২০১২ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল ২ কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। এবার তার ঝুলিতে যুক্ত হয়েছে তৃতীয় পর্যায়ের সার্টিফিকেটও।

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট