Connect with us
ক্রিকেট

এবার বরিশালের কোচ হিসেবে দেখা যাবে আশরাফুলকে

Mohammad ashraful
মোহাম্মদ আশরাফুল। ছবি- ন্সংগৃহীত

ক্রিকেটকে বিদায় জানিয়ে অনেক আগেই কোচিং পেশায় নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিপিএলে রংপুর রাইডার্সের কোচিং স্টাফে কাজের অভিজ্ঞতার পর এবার জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের কোচ হিসেবে দেখা যাবে তাকে।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল দল নিয়ে আমরা সিরিয়াসলি ভাবছি। আশরাফুল আমাদের অন্যতম সেরা ক্রিকেটার। সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে কোচিংয়ে আসতে। বরিশালের হয়ে দুই বছর খেলেছে বলেই তাকে সেখানে কোচ হিসেবে নিয়েছি।

আকরাম জানান, শুধু আশরাফুলই নয়, ভবিষ্যতে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের আরও বেশি কোচিংয়ে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।



সেলিম, রোকন, আফতাব- এদের সঙ্গেও যোগাযোগ করছি। যদি ওরা আগ্রহী হয়, ছোট ছোট টুর্নামেন্টগুলোতে তাদেরও যুক্ত করব। এতে তরুণরা উপকৃত হবে- যোগ করেন আকরাম।

আঞ্চলিক ক্রিকেটের বিকাশেও কাজ করছে বিসিবি। চট্টগ্রাম বিভাগে শুরু হচ্ছে রিজিওনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যার সূচি ২৭ আগস্ট থেকে। আকরাম বলেন, আমার বিভাগে ১১টি জেলা রয়েছে। সবাই খেলবে। এখান থেকে যদি দুই-তিনজন ভালো ক্রিকেটার উঠে আসে, তারা চট্টগ্রামের হয়ে জাতীয় পর্যায়েও খেলতে পারবে। এটা বোর্ড প্রেসিডেন্টের পরিকল্পনার অংশ।

বরিশাল বিভাগের খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও অধিনায়কের মধ্যে দ্বন্দ্বের খবর নিয়ে বিসিবিও সচেতন। এ নিয়ে আকরাম খান বলেন, বরিশাল নিয়ে অনেক অভিযোগ শোনা যাচ্ছে- কেউ কোচকে চায় না, কেউ ম্যানেজারকে পছন্দ করে না। নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এই সংকট নিরসনে কড়া বার্তা দিয়েছেন তিনি, আমরা প্রতিটি বিভাগীয় ম্যানেজারকে ডেকে গাইডলাইন দেব। যদি তারা কাজ করতে ব্যর্থ হয়, ভবিষ্যতে আর দায়িত্ব পাবেন না। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট