বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরুর আগে থেকেই হয়েছে নানা সমালোচনা; ট্রফি দেশে এসে না পৌছায় হয়নি অফিসিয়াল ফটোশ্যুট, আসর শুরুর আগেরদিন হয়েছে দলের মালিকানা পরিবর্তন আবার ম্যাচের আগেরদিন অব্যবস্থাপনার অভিয়োগ তুলে দলের দ্বায়িত্ব ছাড়তে চেয়েছিলেন দলের দুই কোচ। একসময়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এখন জনপ্রিয়তার তলানিতে, হয়নি বড় কোনো উদ্বোধনী অনুষ্ঠানও।
তবে, সব বিতর্ক পাশ কাটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের উদ্বোধনী ইনিংস যেন নীরবেই সব সমালোচনার জবাব দিলো। উদ্বোধনী ম্যাচে সিলেটের ভরা গ্যালারির সামনে প্রথমে তাণ্ডব চালালেন পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব, ইনিংস বেশি বড় করতে না পারলেও প্রতয়াশার শতভাগ পূর্ন করেছেন পারভেজ হোসেন ইমন। চতুর্থ উইকেটে জুটি বেধে ইমন-আফিফ জুটিতে ভর করে স্বাগতিক সিলেটের পুঁজি ১৯০ রান।
আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহী টাইটান্সকে ১৯১ রানের বড় লক্ষ্য দিয়েছে সিলেট। অপরাজিত ফিফটিতে ৩৩ বলে ৬৫ রান করেন ইমন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুর ঝড় তোলেন সাইম আইয়ুব। তবে বেশিক্ষণ টিকতে পারেননি পাকিস্তানি ওপেনার। ৩ চারের সঙ্গে ২ ছক্কায় ১৫ বলে ২৮ রান করেন তিনি।
তিন নম্বরে নেমে আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ২০ রান করতে খেলেন ১৮ বল। আরেক ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪১ রান।
১৪তম ওভারের শুরুতে জুটি বাধেন ইমন ও আফিফ। ইনিংসের শেষ ওভারে রান আউটে ভাঙে তাদের বন্ধন। মাঝে দুজন মিলে মাত্র ৪১ বলে যোগ করেন ৮৫ রান। ৪ চারের সঙ্গে ১টি ছক্কা মেরে ১৯ বলে ৩৩ রান করেন আফিফ।
আর বিপিএল ক্যারিয়ারের তৃতীয় ও সব মিলিয়ে নবম ফিফটির ইনিংসে ৪টি চারের পাশাপাশি ৫টি দৃষ্টিনন্দন ছক্কা মারেন ইমন। সিলেটের পক্ষে ৩৮ রানে ২ উইকেট নেন নেপালের আলোচিত লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে।
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৫/এআই
