
উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে আজ (সোমবার) বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে আগুনে দগ্ধ হয়েছেন অনেকে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যেও অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক।
এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের কালো ছায়া। এই ঘটনায় দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন থেকে শুরু করে অসংখ্য খেলোয়াড়েরা শোক প্রকাশ করেছেন। ইতোমধ্যে তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, সাদমান ইসলাম, রিশাদ হোসেনসহ অনেকেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এবার শোক বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’
আরও পড়ুন:
» মাইলস্টোনের ঘটনায় দুঃখ পেয়েছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি
» মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য মন কাঁদছে তামিম-মাশরাফিদের
‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।’
এছাড়া নিহতদের আত্মার শান্তি কামনা করে করে সাকিব লিখেছেন, ‘আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরেই সেখানে আগুন লেগে যায়। ওই সময় ঘটনাস্থলেই নিহত হয়েছেন অনেকে এবং আগুনে দগ্ধ হয়েছেন অনেক শিক্ষার্থী।
ক্রিফোস্পোর্টস/২১জুলাই২৫/বিটি
