নিজের স্পিন ঘূর্ণিতে জাদু দেখিয়ে যাচ্ছেন রিশাদ হোসেন। ধারাবাহিক পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন এই লেগ স্পিনার। এবার নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সী এই স্পিনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে একাধিক বছরে ৩৩ বা এর বেশি উইকেট শিকার করেছেন রিশাদ। এই রেকর্ডে তার সঙ্গী ভারতীয় পেসার আর্শদিপ সিং ও লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রিশাদের শিকার ৩ উইকেট। এর সৌজন্যেই আর্শদিপ সিং ও ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গী হলেন এই তরুণ লেগ স্পিনার।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) আয়ারল্যান্ডের বিপক্ষে লেগ স্পিনের জাদুতে ৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। চলতি বছর সব মিলিয়ে ২৪ ইনিংসে তার শিকার ৩৩ উইকেট।
গত বছরও দুর্দান্ত ছন্দে ছিলেন রিশাদ। ২০২৪ সালে ২৪ ইনিংসে তিনি নিয়েছিলেন ৩৫ উইকেট। বাংলাদেশের বোলারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটিই। এছাড়া একাধিক বছরে ত্রিশের বেশি উইকেট নেওয়া একমাত্র বোলারও রিশাদ।
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৫৩ ইনিংসে বল করেছেন রিশাদ। ৫৩ ইনিংসে বল করা রিশাদের শিকার ৭১ উইকেট। ৮.১২ ইকোনমিতে বল করা রিশাদের ক্যারিয়ার সেরা ১৮ রানে ৩ উইকেট।
২০২২ সালে ২১ ইনিংসে ৩৩ উইকেট নিয়েছিলেন আর্শদিপ। আর ২০২৪ সালে মাত্র ১৮ ইনিংসে ৩৬ উইকেট শিকার করেছিলেন ভারতের বাঁহাতি স্পিনার।
হাসারাঙ্গা ভিন্ন তিনটি বছরে ৩৩ বা এর বেশি উইকেট নিয়েছেন। ২০২১ সালে ২০ ইনিংসে ৩৬ উইকেট, ২০২২ সালে ১৯ ইনিংসে ৩৪ উইকেট ও ২০২৪ সালে ২০ ইনিংসে ৩৮ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার।
জুলাইয়ে প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। এর আগে গত বছর সাকিব আল হাসানের পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে দল পান রিশাদ। তবে ড্রাফট থেকে সরাসরি সুযোগ পাওয়া রিশাদই প্রথম।
ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৫/এআই