Connect with us
ফুটবল

ছয় জয়ে শীর্ষে আর্সেনাল, অন্যদিকে জয়হীন পিএসজি

Arsenal and PSG
পিএসজির পয়েন্ট হারানোর রাতে আর্সেনালের জয়। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব শেষ হলো দুই ভিন্ন ফলাফল দিয়ে। আর্সেনাল ছয় ম্যাচে ছয় জয় তুলে নিয়ে পয়েন্ট শীর্ষে উঠেছে। আর বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই আবারও আটকে গেল। ড্র আর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দলটি। অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়ে ফিরেছে লুইস এনরিকের দল।

এদিকে, ব্রুগার মাঠে দাপট দেখিয়ে ফিরল আর্সেনাল। ক্লাব ব্রুগা এবারের আসরে ঘরের মাঠে যে আগ্রাসী ফুটবল খেলছিল, আর্সেনালের বিপক্ষে সেই ছন্দ দেখা যায়নি। তিন গোলে হারতে হয়েছে তাদের। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে মিকেল আর্তেতার শিষ্যরা। বিশেষ করে উইঙ্গার ননি মাদুয়েকে ছিলেন দুর্দান্ত।

২৫ মিনিটে ব্রুগার ডিফেন্সের দূর্বলতা কাজে লাগিয়ে প্রথম গোল করেন মাদুয়েকে। বিরতির পর তিন মিনিট না যেতেই আবারও গোল করে বসেন তিনি। বক্সের ডান দিক থেকে আসা ক্রসে সহজ হেডে ব্যবধান বাড়ান তিনি। ৫৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির দূরপাল্লার শট আর্সেনালের জয় প্রায় নিশ্চিত করে দেয়। ব্রুগা গোলরক্ষক চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।



বল দখল ও শট দুই দিক থেকেই ম্যাচটিতে আর্সেনালের নিয়ন্ত্রণ ছিল বেশি। বেলজিয়ান ক্লাবটি কয়েকটি সুযোগ পেলেও আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার চেষ্টায় গোল দিতে পারেনি। জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করায় ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে এই ইংলিশ ক্লাবটি। ব্রুগা নেমে গেছে ৩১তম স্থানে।

অন্যদিকে, বিলবাওয়ে হতাশ করল পিএসজি। সান মেমেসে পিএসজি দাপট দেখালেও গোল খুঁজে পায়নি। পুরো ম্যাচে বল দখল ছিল তাদেরই হাতে কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য থাকতে হয়েছে এনরিকের দলকে।

১৮টি শটের মধ্যে ১৩টি এসেছে বক্সের ভেতর থেকে। পাঁচটি ছিল লক্ষ্যে। কিন্তু একবারও গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধে ব্রাডলি বার্কোলার শট ক্রসবারে না লাগলে হয়তো ভিন্ন ফলাফল আসতে পারতো। উল্টো দিকে বিলবাও তেমন আক্রমণে যেতে পারেনি, তবে রক্ষণে ছিলেন যথেষ্ট সতর্ক।

সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজি শেষ তিন ম্যাচে দুবার পয়েন্ট হারাল। লিগ ওয়ানে মোনাকোর কাছে হারের পর এবার ইউরোপে বিলবাওয়ের মাঠেও আটকে গেল দলটি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় অবস্থানে তারা।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল