Connect with us
ফুটবল

বাংলাদেশ-ভারত ম্যাচের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন

বাংলাদেশ বনাম ভারত
বাংলাদেশ বনাম ভারত। ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের সার্বিক নিরাপত্তার জন্য ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম গোলাম মোর্শেদ খান এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুন্দর ও সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়াম এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত রাখা, দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ সহজ করা, ফুটবল দল ও ম্যাচ পরিচালনাকারী অফিসিয়ালদের সার্বিক নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে। নিরাপত্তার স্বার্থে ম্যাচের দিন তাদের  চলাফেরার সময় প্রোটেকশন স্কর্ট দ্বারা নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, খেলা শুরুর ৫ ঘণ্টা আগে বিকেল ৩টা থেকে প্রবেশের জন্য গেটগুলো খোলা হবে। উক্ত সময়ের আগে সংশ্লিষ্ট সব স্থানে সেনা সদস্যের অবস্থান করা এবং খেলা শেষে সব স্টেকহোল্ডার অর্থাৎ ভিভিআইপি, ভিআইপি, সাধারণ দর্শকদের স্টেডিয়াম হতে প্রস্থান করার আগ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম ঢাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য উপস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে।



ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামের চার নাম্বার গেট দিয়ে দু’দল প্রবেশ করবে। তাই অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য আউটার গেটে পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য অবস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এশিয়ান কাপ বাছাই থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে দু’দলই। তবুও ম্যাচ কে ঘিরে আগ্রহের কোনো কমতি নেই সমর্থকদের। টিকিট বিক্রি শুরুর ৬ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় ম্যাচের ১৮ হাজারের বেশি টিকিট। তাই এ ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক থাকবে তা ভালোভাবেই আন্দাজ করা যাচ্ছে।

৪ ম্যাচে দুই ড্র তে ২ পয়েন্ট নিয়ে বাছাই থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ, বাকী আছে দুই ম্যাচ। ভারতের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের শেষ খেলা আগামী বছরের ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল