Connect with us
ফুটবল

স্কোয়াড ঘোষণায় আর্জেন্টিনার চমক, ৬ মাস পর ফিরলেন মেসি

Argentina team
আর্জেন্টিনা দল। ছবি- সংগৃহীত

চলতি মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে এবার স্কোয়াড দেয়ার ক্ষেত্রে চমক দেখিয়েছে দলটি। অবলম্বন করেছে অভিনব পন্থা। যেখানে দেখা গেছে নানা বয়স ও পেশার নাগরিকদের মুখ থেকে প্রকাশ পেয়েছে বিশ্বকাপ বাছাইয়ের দল।

এর আগে গত মার্চে আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যা হয়। যেখানে অন্তত ১৬ জনের প্রাণহানী ও প্রায় ১২০০ মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনা ঘটে। এবার সেই ক্ষতিগ্রস্তদের স্মরণে সেই অঞ্চলের মানুষদের মাধ্যমেই চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে যাওয়া ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

এদিকে প্রায় ছয় মাস পর জাতীয় দলে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সর্বশেষ মেসি জাতীয় দলে খেলেছিলেন গেল বছরের নভেম্বরে। এরপর চলতি বছরের শুরুতে পেশির চোটের কারণে তিনি ছিলেন না দলে। যদিও তাকে ছাড়াই উরুগুয়ে ও ব্রাজিলকে পরাজিত করেছিল আর্জেন্টিনা। অবশেষে আলবিসিলেস্তেদের হয়ে ফিরতে যাচ্ছেন মেসি।

মেসির সঙ্গে আক্রমণভাগে দেখা যেতে পারে ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে। এই তরুণ তুর্কি চলতি মৌসুমে ১৯ ম্যাচে করেছেন ৭ গোল, করিয়েছেন আরও ৪টি। তাকে নিয়ে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও পিএসজির ত্রিমুখী লড়াই চলছে চলতি দলবদল উইন্ডোয়। সেই তিনি প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্জেন্টিনা দলে।


আরও পড়ুন:

» ফিফটি হাকিয়ে একাধিক বিশ্বরেকর্ড গড়লেন তানজিম সাকিব

» ‘হতাশাগ্রস্ত’ লিটনকে যে মানসিক পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি


 

এছাড়া আরও দুই নতুন মুখ রয়েছে দলে। তারা হচ্ছেন বেলগারনোর ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো এবং ইন্ডিপেনদিয়েন্তের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকো। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নিকোলাস দমিনগেজ, আলেহান্দ্রো গারনাচো, ভ্যালেন্তিস কাস্তেয়ানোস ও অ্যালেক্সি।

আগামী ৬ জুন সকাল সফরকারী হিসেবে ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১১ জুন এই উইন্ডোর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি হবে আলবিলেস্তেদের ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্তালে।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড : 

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

ক্রিফোস্পোর্টস/৩১মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল