Connect with us
ফুটবল

দুই শিরোপার লড়াইসহ ২০২৬-এ আর্জেন্টিনার ম্যাচসূচি

Argentina
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

নতুন বছরে ব্যস্ত সূচি অপেক্ষা আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনার বছরটা শুরু হবে শিরোপার লড়াই দিয়ে, এরপর খেলতে হবে বিশ্বকাপ। সবমিলিয়ে এবছর বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে লিওনেল স্কালোনির শিষ্যদের।

ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা:

২০২৬ সালে আর্জেন্টিনার প্রথম অফিসিয়াল ম্যাচ হবে বহুল আলোচিত ফিনালিসিমা। কয়েক দফা পেছানোর পর নতুন বছরে মুখোমুখি হবে কোপা আমেরিকা ২০২৪ এর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো  চ্যাম্পিয়ন স্পেন। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে লামিন ইয়ামালের স্পেন।



ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা আর কোনো প্রীতি ম্যাচ খেলবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের কারণে অতিরিক্ত কোনো ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ:

বিশ্বকাপ শুরুর আগে জুনের প্রথম সপ্তাহে থাকবে আরেকটি আন্তর্জাতিক বিরতি। সাধারণত এই সময় দলগুলো নিজ নিজ সমর্থকদের সামনে শেষবারের মতো মাঠে নামে। তবে এই বিরতিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ, ম্যাচের ভেন্যু কিংবা ম্যাচগুলো দেশের মাটিতে হবে কি না সবই এখনো অনিশ্চিত।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ ও ম্যাচ সূচি:

জুনের মাঝামাঝিতে শুরু হবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসর ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’ তে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা খেলবে রাউন্ড অব ৩২-এ, মায়ামিতে। প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ, যেখানে রয়েছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।

গ্রুপে দ্বিতীয় হলে খেলতে হবে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়নের বিপক্ষে। আর সেরা তৃতীয় দল হিসেবে উঠলে পরবর্তী প্রতিপক্ষ নির্ধারিত হবে পয়েন্ট, গোল ব্যবধানসহ ফিফার বিভিন্ন মানদণ্ডে।

বিশ্বকাপ পর্ব শেষে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে আবার মাঠে ফিরবে আর্জেন্টিনা। তখন আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে আলবিসেলেস্তেরা। এ ছাড়া ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত বছরের শেষ ফিফা উইন্ডোতেও আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। তবে এসব ম্যাচের তারিখ, প্রতিপক্ষ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

২০২৬ সালে আর্জেন্টিনার নিশ্চিত ম্যাচ সূচি:

আর্জেন্টিনা বনাম স্পেন (ফিনালিসিমা)
২৭ মার্চ,  কাতার (লুসাইল স্টেডিয়াম)

বিশ্বকাপ গ্রুপ পর্ব:

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
১৬ জুন, কানসাস সিটি

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২২ জুন,  ডালাস

আর্জেন্টিনা বনাম জর্ডান
২৭ জুন, ডালাস

ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল