Connect with us
ফুটবল

মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনার জয়

লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ ভোরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। লম্বা সময় চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা মেসি প্রত্যাবর্তন ঘটিয়েছে এই ম্যাচ দিয়ে। আর লিওনেল মেসির ফেরার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লো আর্জেন্টিনা।

আজ সোমবার প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। যেদিন আগে থেকে মেসির ফেরার নিশ্চয়তা দিয়ে রেখেছিল কোচ লিওনেল স্কালোনি। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় আর্ধে মাঠে নামেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে ফেরার ম্যাচে তিনি গোল না পেলেও ডি মারিয়ার গোলে জয় পায় তার দল।

এদিন ম্যাচের শুরু থেকে বল দখল করে আক্রমণে ওঠার চেষ্টা করে দুই দল। শুরুর দিকে একাধিক আক্রমণ করেও ইকুয়েডরের রক্ষণ ভাঙতে পারেনি আলবিসেলেস্তেরা। তবে ম্যাচের ৪০তম মিনিটে ডেডলক ভাঙে আর্জেন্টিনা। ডি মারিয়ার জয়সূচক গোলে এগিয়ে যায় তারা। সতীর্থের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বক্সের মধ্যে ঢুকে কোনাকুনি শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন ডি মারিয়া।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬ মিনিটে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাকে ক্যাপ্টেন্সির আর্ম বেন্ড পরিয়ে দেন ডি মারিয়া। ম্যাচে পায়ের কিছু দারুণ কারিকুরি করেন মেসি। সতীর্থদের নিয়ে আক্রমণ তৈরির চেষ্টাও করেন তিনি। তবে সফল হননি ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

শেষ পর্যন্ত ম্যাচে আর কোন গোল না হলে সেই ১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এর আগে চোটের কারণে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে সবশেষ দুই প্রীতি ম্যাচে মাঠে নামেননি মেসি। কোপা আমেরিকার পূর্বে ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের কোপা মিশন।

আরও পড়ুন: লো স্কোরিং ম্যাচে পাকিস্তানের লজ্জার হার

ক্রিফোস্পোর্টস/১০জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল