
আর্জেন্টিনা সবশেষ মাঠে নেমেছিল দুই মাস আগে। ফিফার জুন উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলেছিল আলবিসেলেস্তেরা। চলতি মাসেও কোনো খেলা নেই মেসিদের। তবে সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরছে আকাশি-নীলরা।
ইতোমধ্যে লাতিন অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলা এবং ১০ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে দলটি। আর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শেষ ম্যাচ।
তবে বাছাইপর্ব শেষ হলেও ফিফা উইন্ডোগুলো কাজে লাগাতে চায় আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এই ফাঁকা সময়ে প্রীতি ম্যাচ খেলবে তারা। অক্টোবর থেকেই বিশ্ব সফর শুরু করবে মেসিরা। যার শুরুটা হবে যুক্তরাষ্ট্র সফর দিয়ে।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের শিকাগো ও নিউ জার্সিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ দুটি হবে ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে হতে পারে। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুলের বরাত দিয়ে এই খবর জানিয়েছে মুন্ডো আলবিসেলেস্তে। তবে প্রতিপক্ষ কারা সেটা এখনো জানা যায়নি।
এরপর নভেম্বর উইন্ডোতে আফ্রিকা ও এশিয়া সফর করবে আর্জেন্টিনা। আফ্রিক সফরে অ্যাঙ্গলোর মাটিতে অ্যাঙ্গলোর বিপক্ষে এবং এশিয়া সফরে কাতারে মাটিতে কাতারের বিপক্ষে একটি করে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
এদিকে লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয় ,২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। বাছাইপর্বের শেষ দুই ম্যাচ হেরে গেলেও টেবিলের শীর্ষেই থাকবে আকাশি-নীলরা।
ক্রিফোস্পোর্টস/১৪আগস্ট২৫/বিটি
