Connect with us
ফুটবল

নভেম্বরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা

Argentina will play a friendly match in November, their opponent
নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

ফিফা নভেম্বর উইন্ডোতে ভারত সফরে আসার কথা ছিল আর্জেন্টিনা। তবে বহুল প্রতীক্ষিত এই সফর স্থগিত হয়েছে। নভেম্বর উইন্ডো নয়, তার পরের ফিফা উইন্ডোতে ভারত সফরে আসবেন লিওনেল মেসিরা। তবে নভেম্বর উইন্ডোতে অবসরে থাকছে না আলবিসেলেস্তেরা। আসন্ন উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আগামী উইন্ডোতে আফ্রিকা সফর করবে আর্জেন্টিনা। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। গতকাল (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় বিষয়টি জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

যদিও নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ না পাওয়ায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলতে হবে মেসিদের। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। দেশটির রাজধানী লুয়ান্ডায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।



অবশ্য নভেম্বর উইন্ডোতে ভারত সফরে আসার কথা ছিল আর্জেন্টিনার। ১৭ নভেম্বর কেরেলার কচিতে জহরলাল নেহেরু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আলবিসেলেস্তেদের। তবে আপাতত সেই ম্যাচটি হচ্ছে না। ফিফার নভেম্বর পরবর্তী উইন্ডোতে ভারত সফরে আসবে আকাশী-নীলরা।

গত সেপ্টেম্বর উইন্ডোতে লাতিন অঞ্চলের বাছাইপর্ব মিশন শেষ করেছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে দলটি। ২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে রাখতে প্রীতি ম্যাচ খেলে বেড়াচ্ছে বিশ্বচ্যাম্পিনরা।

গত মাসে যুক্তরাষ্ট্র সফর করেছিল আর্জেন্টিনা। ওই সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলেছে তারা। দুটো ম্যাচেই জয় পেয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। তাদের পরবর্তী মিশন আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায়।

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল