আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার অনুষ্ঠিতব্য ফিনালিসিমার সময়সূচি চূড়ান্ত করেছে ফিফা। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ম্যাচের সময়সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
আগামী বছরের ২৭ মার্চ ফিনালিসিমায় ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ভেন্যুতেই ২০২২ সালে ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছিল লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল।
টানা দ্বিতীয়বার ফিনালিসিমা জেতার সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। ২০২০ ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে ২০২২ সালে ফিনালিসিমা অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচ ৩-০ গোলে হারিয়ে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
২০২১ এর পর ২০২৪ সালে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা। আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসিরা। একই সময়ে অনুষ্ঠিত ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।
আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ নিয়ে সমর্থকের আগ্রহও তুঙ্গে। কেননা এই ম্যাচ দিয়ে মেসি ও লামিন ইয়ামালের মধ্যকার লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। সব ঠিক থাকলে আগামী ২৭ মার্চ লুসাইল স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে দেখা যেতে পারে বার্সেলোনার সাবেক ও বর্তমান দুই ফুটবলারকে।
প্রসঙ্গত, পূর্বে আর্তেমিও ফ্রাঞ্চি কাপ নামে আয়োজিত হতো এই ম্যাচটি। ১৯৮৫ সালে আর্তেমিও কাপে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে শিরোপা জিতেছিল ইউরোপের চ্যাম্পিয়ন ফ্রান্স। এরপর ১৯৯৩ সালে ডেনমার্ককে হারিয়ে শিরোপা জিতেছিল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা। এরপর দীর্ঘদিন এটি বন্ধ ছিল। এরপর ২০২২ সালে আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে ফিনালিসিমা চালু করা হয়।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/বিটি
