Connect with us
ফুটবল

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ মার্চে? যা জানা গেল

এবারের ফিনালিসিমাতে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ প্লে-অফ সূচির মাঝে আয়োজিত হতে পারে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার ‘ফিনালিসিমা’। ম্যাচে মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।

স্পেনিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউজান এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া ম্যাচটি আয়োজনের বিষয়ে সম্মত হয়েছেন। তবে একটি শর্ত এখনও বাকি- স্পেনকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করতে হবে। আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ম্যাচটির সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের মার্চের ২৬ থেকে ৩১ তারিখের মধ্যে, যেটি ফিফার আন্তর্জাতিক উইন্ডো ও বিশ্বকাপ প্লে-অফের জন্য নির্ধারিত। যদি স্পেন প্লে-অফে পড়ে, তাহলে ম্যাচটি আয়োজন অনিশ্চিত হয়ে পড়বে। বিকল্প সময় হিসেবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ম্যাচটি আয়োজন করতে চায় না কোনো পক্ষ, কারণ উভয় দলই শিরোপা দাবিদার হিসেবে প্রস্তুতির জন্য সময় চায়।


আরও পড়ুন:

»সাকিবদের ম্যাচসহ আজকের খেলা (১৯ জুলাই ২৫)

»‘বোলাররা ভালো করলে পাকিস্তান সিরিজে ভালো কিছু সম্ভব’


ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে প্রথমবারের মতো ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হয় ২০২২ সালে ওয়েম্বলিতে, যেখানে ইতালিকে ৩-০ গোলে হারায় লিওনেল মেসির আর্জেন্টিনা। এই আয়োজন মূলত আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যে ১৯৮৫ ও ১৯৯৩ সালে হওয়া ‘আর্তেমিও ফ্রাঙ্কি কাপ’-এর আধুনিক রূপ।

মার্চে অনুষ্ঠিতব্য ম্যাচটি কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। লন্ডন আবার আয়োজক হতে আগ্রহী হলেও সৌদি আরব ও কাতারও আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সৌদির আগ্রহ সবচেয়ে বেশি।

স্পেন তাদের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে আগামী সেপ্টেম্বর থেকে। প্রথম দুটি ম্যাচ তারা খেলবে যথাক্রমে ৪ ও ৭ সেপ্টেম্বর- বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে। অক্টোবরে তাদের প্রতিপক্ষ জর্জিয়া।

অন্যদিকে আর্জেন্টিনা ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করলেও দক্ষিণ আমেরিকার বাছাইয়ে এখনো লড়ছে ইকুয়েডর ও ব্রাজিলের মতো দলের বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল