Connect with us
ফুটবল

টানা চার জয়ে সেমিফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার

জয়ের পর আর্জেন্টিনার নারী ফুটবলারদের উল্লাস। ছবি-কনমেবল

বিশ্ব ফুটবলে যেন রাজত্ব চলছে আর্জেন্টিনার। পুরুষদের পাশাপাশি সমানতালে এগিয়ে যাচ্ছে দেশটির নারী ফুটবলাররাও। চলমান নারী কোপা আমেরিকায় গ্রুপপর্বে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

ইকুয়েডরে মাটিতে বসেছে এবারের নারী কোপা আমেরিকা। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে মিশন করেছিল।এরপর চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারায় তারা।

ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে কিশি নুনিয়েজের গোলে এগিয়ে যায় মেসির দেশের নারীরা। দ্বিতীয়ার্ধে বদলি নেমে প্রথম স্পর্শে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্লোরেন্সিয়া।

‘এ’ গ্রুপ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। এই গ্রুপ থেকে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে। চিলি ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য লড়বে। স্বাগতিক ইকুয়েডর ও পেরুর কোপযাত্রা এবারের মতো শেষ।


আরও পড়ুন:

»ডি ভিলিয়ার্সের একাদশে নেই শচীন-লারা

»চলে গেলেন রেসলিংয়ের কিংবদন্তি হাল্ক হোগান


অন্যদিকে ‌‘বি’ গ্রুপে ব্রাজিলও খেলছে দুর্দান্ত। তারাও জিতেছে টানা তিন ম্যাচ। সেমিফাইনাল নিশ্চিত হলেও এখনো গ্রুপসেরা নির্ধারণ হয়নি। এই গ্রুপে দুইয়ে থাকা কলম্বিয়ার সংগ্রহ ৭ পয়েন্ট। এই দুই দলের মুখোমুখি খেলার ফলাফলের ওপর নির্ধারণ করছে গ্রুপসেরা।

তাছাড়া তৃতীয় স্থানে থাকা ভেনেজুয়েলার মাত্র ৪ পয়েন্ট। তাই তাদের সম্ভাবনা অনেক কম। আর বলিভিয়া চার ম্যাচে একটিও জিততে পারেনি। প্যারাগুয়ে ৩ ম্যাচ খেলে দুটি হেরে একটিতে জিতে পয়েন্ট টেবিলের চারে আছে।

ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল