
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম প্রীতি ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিচ্ছে মেসির দল। প্রস্তুতির অংশ হিসেবে এই অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। গত শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলেছে তারা। ম্যাচটিতে জয় তুলে নেয় মেসির দল। আগামী বুধবার (১৫ অক্টোবর) দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল দলটি।
ভেনিজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচ খেলা এনজো ফার্নান্দেজ খেলতে পারবেন না পরবর্তী ম্যাচে। হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন তিনি। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের চোটের খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, ফার্নান্দেজের ‘ডান হাঁটুর সিনোভাইটিস’ রয়েছে। ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার চেলসির ক্লাবের সাম্প্রতিক চোটের তালিকায়ও যুক্ত হয়েছেন।
গত শুক্রবার ভেনিজুয়েলার বিপক্ষে লড়েছে আলবিসেলেস্তেরা। দলের হয়ে একমাত্র গোল করেছেন সেলসো। মেসিবিহীন এই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের সুযোগ পান লাউতারো মার্টিনেজ। তবে গোলরক্ষকের দৃঢ়তায় সুবিধা করতে পারেননি তিনি। ম্যাচের ৩১ মিনিটে গোলের সুযোগ পায় ভেনিজুয়েলা, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি আলেহান্দ্রো মার্কেস। বিপরীতে দ্রুত বল নিয়ে এগিয়ে যান সেলসো, জালে জড়ান বল।
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এনজি
