Connect with us
ফুটবল

মেক্সিকোকে কাঁদিয়ে দীর্ঘ ১৮ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা

Argentina youth team win celebrations
আর্জেন্টিনা যুব দল। ছবি- সংগৃহীত

এর আগে সর্বশেষ ২০০৭ যুব ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। তারপর অতিবাহিত হওয়া এই টুর্নামেন্টের সাতটি আসরের মধ্যে দলটির সেরা সাফল্য ছিল কোয়ার্টার ফাইনাল। এবার মেক্সিকোকে কাঁদিয়ে দীর্ঘ ১৮ বছর পর আবারও বিশ্বকাপের সেরা চারে উঠে গেল আর্জেন্টিনা।

চিলির স্তাদিও ন্যাশনাল জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে রোববার ভোরে মুখোমুখি হয় মেক্সিকো ও আর্জেন্টাইন যুবারা। টুর্নামেন্টের এই পর্যন্ত অপরাজেয় থেকেই সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মাঠে নেমেছিল দুদল। তবে সেখানে শেষ পর্যন্ত মেক্সিকোকে ২-০ গোলে পরাজিত করে যুব বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টাইনরা।

এদিন ম্যাচের নবম মিনিটে মেক্সিকান গোলকিপারের ভুলে বল পেয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। ১৯ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের এবারের আসরে এটি তৃতীয় গোল। আর আর্জেন্টিনা তাদের দ্বিতীয় গোল পায় ৫৬তম মিনিটে। বদলি নামা মাতেও সিলভেত্তি গতিময় শটে স্কোরলাইন দ্বিগুণ করে আর্জেন্টাইনরা। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।



তবে এদিন দুই দলের ফুটবলারদের মধ্যে দেখা যায় পেশী শক্তির লড়াই। আক্রমণাত্মক গোটা ম্যাচে হয়েছে মোট ৩৭টি ফাউল হয়েছে। যার মধ্যে ২০টি করেছে আর্জেন্টিনা, ১৭টি মেক্সিকো। অবশ্য কার্ড বেশি দেখেছে মেক্সিকো। ৭টি হলুদ কার্ড ও দুটি লাল কার্ড দেখেছেন দলটির ফুটবলাররা। এর মধ্যে যোগ করা সময় মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন দিয়েগো ওচোয়া ও তাহিয়েল জিমেনেজ।

যার মধ্যে দ্বিতীয় হলুদ কার্ডের যোগফল হিসেবে লাল কার্ড পান ওচোয়া। তবে জিমেনেজ দেখেছেন সরাসরি লাল কার্ড। মাতেও সিলভেত্তির গলা চেপে ধরায় এমন শাস্তি পান তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে এসেছে কলম্বিয়া।

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল