Connect with us
ফুটবল

সাত গোলের বিশাল জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা

Argentina reach the World Cup knockout stage with a massive seven-goal victory.
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ছবি- ফিফা

চলমান অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা দুই জয়ে আগেই শেষ নিশ্চিত করেছিল আলবিসেলেস্তেরা। এবার শেষ ম্যাচে ফিজির বিপক্ষে সাত গোলের বিশাল জয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আকাশী-নীলরা।

আজ রোববার (৯ নভেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ফিজি অনূর্ধ্ব-১৭ দলকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। আলবিসেলেস্তেদের হয়ে হ্যাটট্রিক করেন উরিয়েল ওজেদা। জোড়া গোল করেন মাতেও মার্টিনেজ। এছাড়া একটি গোল করেন সান্তিয়াগো সিলভেইরা।

কাতারের দোহায় এসপায়ার একাডেমির তিন নম্বর মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল আর্জেন্টিনার। ম্যাচের ১৭তম মিনিটেই ওজেদার গোলের এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। ব্যবধান বাড়াতে বেশিক্ষণ সময় নেয়নি তারা। ম্যাচের ৩০ মিনিটে স্কোরশিটে নাম লেখান মার্টিনেজ। তাতে ২-০ গোলে এগিয়ে যায় আকাশী-নীলরা।



বিরতিতে যাওয়ার আগে ফের ফিজির জালে আঘাত হানেন মার্টিনেজ। ম্যাচের ৪৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে তিন গোলে এগিয়ে দেন এই ডিফেন্ডার। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে গোলের হালি পূর্ণ করে আর্জেন্টিনা। এবার গোল করেন দলটির অধিনায়ক ওজেদা। এরপর অনেকক্ষণ কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। তবে ম্যাচের শেষদিকে চার মিনিটের মধ্যে তিনটি গোল পেয়ে যায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের ৮৮তম মিনিটে ওজেদার পায়ে পঞ্চম গোলের দেখা পায় আর্জেন্টিনা। তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ এই মিডফিল্ডার। এর এক মিনিট পরেই স্কোরশিটে নাম লেখান সান্তিয়াগো। তবে শেষ গোলটি ছিল আত্মঘাতী। যোগ করা সময়ের প্রথম মিনিটেই প্রতিপক্ষের ডিফেন্ডার রাভুসো সুকাবুলা আত্মঘাতী গোলটি করেন। শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে রাউন্ড অব-৩২ তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বেলজিয়াম। তিন পয়েন্ট নিয়ে তিনে আছে তিউনিসিয়া। আর কোনো জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফিজি।

ক্রিফোস্পোর্টস/৯নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল