Connect with us
ফুটবল

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-মরক্কো, কবে অনুষ্ঠিত হবে খেলা

Argentina vs Morocco u20 World Cup final
আর্জেন্টিনা বনাম মরক্কো যুব দল। ছবি- সংগৃহীত

নিজেদের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রায় দেড় যুগ পর যুব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে সেখানে তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকছে ভিন্ন এক মহাদেশের দল মরক্কো। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে এসেছে উত্তর আফ্রিকার এই দলটি।

টানটান উত্তেজনাকর এই টুর্নামেন্টের সেমিফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। আজ বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত সেই ম্যাচে আকাশি-সাদা জার্সিধারীদের জয়ের নায়ক মাতেও সিলভেত্তি। ম্যাচের ৭২ মিনিটে এই উইঙ্গারের একমাত্র গোলে ফাইনাল নিশ্চিত হয় মেসির উত্তরসূরীদের।

এদিকে অপর সেমিফাইনালের দুর্দান্ত নাটকীয় এক ম্যাচে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে পরাজিত করেছে মরক্কো। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকার পর ভাগ্য ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে মরক্কোর তরুণরা দেখায় অসাধারণ দৃঢ়তা ও আত্মবিশ্বাস। এতে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।



৩০ দলের এই বিশ্বকাপ আয়োজন হচ্ছে চিলিতে। দেশটির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও মরক্কোর মধ্যকার শিরোপা নির্ধারণী চূড়ান্ত লড়াই। আগামী সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা শুরু হবে টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচ।

উল্লেখ্য, গ্রুপ পর্বের খেলায় ব্রাজিলকে বিদায় করে চ্যাম্পিয়ন হয়েই শেষ ১৬ রাউন্ডে উঠে এসেছিল মরক্কো। যেখানে তারা পরাজিত করেছে দক্ষিণ কোরিয়ার মতো দলকে। এছাড়া কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছিল দলটি। অপরদিকে মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে উঠে এসেছিল আর্জেন্টিনা।

ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল