ফিফা নারী ফুটসাল বিশ্বকাপের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচে মরক্কোকে উড়িয়ে দিয়ে উড়ন্ত সূচনা করেছে আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেদের জয় ৬-০ ব্যবধানে।
ম্যাচে বড় ব্যবধানে হারলেও শুরুটা বেশ ভালোই করেছিল অ্যাটলাস লায়নেসরা। তবে ১৫ মিনিটে আনা ওন্টিভেরোস প্রতিযোগিতার প্রথম গোলটি করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে।
এরপর রীতিমতো গোলের বন্যাই বইয়ে দেয় আলবিসেলেস্তেরা । ১৬ তম মিনিটেই গোল করেন কিয়েসা, ১৭ তম মিনিটে রোমেরো ও ১৮ তম মিনিটে নাট্টা গোল করে ব্যবধান ৪-০ করেন।
৩ মিনিট পর গোল করে ব্যবধান ৫-০ করেন ভিলালবা, শেষ দিকে জুলিয়া দুপুইয়ের গোলে ৬ গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টাইনরা। ম্যাচসেরা হয়েছেন সিলভিনা নাভা।
আগামী সোমবার ফিলস্পোর্টস অ্যারেনায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে মরক্কো নিজেদের প্রথম পরাজয় ভুলে ঘুরে দাঁড়াতে সামনে পাবে স্বাগতিক ফিলিপাইনকে।
১৬ টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফিফা নারী ফুটসাল বিশ্বকাপের পর্দা নামবে ৭ ডিসেম্বর। প্রথম আসরের আয়োজক ফিলিপাইন।
বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর যোগ্যতা নির্ধারণ হয়েছে বিভিন্ন কনফেডারেশন থেকে। যেমন: ইউরোপ (UEFA) থেকে ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও স্পেন কোয়ালিফাই করেছে। ইউরোপে কোয়ালিফিকেশন ছিলো দুই ধাপের; ‘মেন রাউন্ড’ এবং ‘এলিট রাউন্ড’।
ফুটসালের প্রথম আসরে সবচেয়ে বেশি দল সুযোগ পেয়েছে ইউরোপ থেকে। ইউরোপ থেকে সুযোগ পাওয়া দলের সংখ্যা ৪। ইউরোপের পর সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে দক্ষিণ আমেরিকার দলগুলো। ল্যাটিন আমেরিকা থেকে মোট ৩ দল খেলছে ফুটসালের প্রথম আসরে। বাকী দলগুলো আফ্রিকা ও এশিয়া থেকে।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/এআই