
আর্জেন্টিনার নারী ফুটবল দলকে ৫-৪ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়ার নারী ফুটবল দল।
বাংলাদেশ সময় আজ সকালে ইকুয়েডরের কুইটোতে মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য থাকে। পরে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় কলম্বিয়া।
এই জয়ের ফলে কলম্বিয়া শুধু ফাইনালে জায়গা করে নেয়নি, পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও নারী ফুটবলে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা চাপে ছিল । বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল কলম্বিয়া। যদিও খেলার ৯০ মিনিটে কোনো দল গোলের দেখা না পাওয়ায় জয়-পরাজয়ের টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।
এই হারে ভেস্তে গেছে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সম্ভাব্য ‘সুপার ক্লাসিকো’ ফাইনালের স্বপ্ন। এখন ব্রাজিলকে ফাইনালে উঠতে হলে আগামীকাল ভোরে তাদের উরুগুয়েকে হারাতে হবে।
প্রসঙ্গত, চলতি বছর মেয়েদের কোপা আমেরিকার এটি ১০ম আসর। এর আগের ৯টি আসরের মধ্যে ৮ বার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। কেবল ২০০৬ সালে নিজেদের মাটিতে একবার চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবারের আসরে ব্রাজিল জিতলে, তা হবে তাদের টানা পঞ্চম শিরোপা।
ক্রিফোস্পোর্টস/২৯ জুলাই ২৫/ এমএ
