ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে অনেক আগে। যেখান থেকে ইতোমধ্যে আসন্ন ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে বেশকিছু প্রীতি ম্যাচ খেলে নিজেদের পরিপূর্ণভাবে প্রস্তুত করার লক্ষ্য আলবিসিলেস্তেদের।
আজ রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ম্যাচ। যা চলতি বছরের সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য।
এই ম্যাচের আগে স্পেনে ক্যাম্প করেছে লিওনেল মেসির দল। নিশ্চিতভাবে অ্যাঙ্গোলার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে ভ্যাকসিন জটিলতায় এই ম্যাচ মিস করছেন হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে ও নাহুয়েল মোলিনা।
তবে এই ম্যাচে থাকছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। সবশেষ কয়েক ম্যাচে আর্জেন্টিনার মূল একাদশে ছিলেন না মেসি। খেলেছেন বদলি হিসেবে। কিন্তু আজ অ্যাঙ্গোলা ম্যাচে মেসিকে দেখা যেতে পারে আর্জেন্টিনার শুরুর সেরা একাদশে।
আর্জেন্টিনার ২০২৫ সালের এই শেষ ম্যাচে জাতীয় দলের জার্সিতে আজ অফিসেক হয়ে যেতে পারে কেভিন ম্যাকঅ্যালিস্টারের। মাঝে চোট কাটিয়ে আর্জেন্টাইন স্কোয়াডে ফিরেছেন লিসান্দ্রো মার্টিনেজ। দলের সঙ্গে অনুশীলন করলেও এই ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে তাকে।
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৫/এফএএস