
মেসিদের মতো ছোটরাও যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপপর্বে দাপট দেখানো আর্জেন্টাইন যুবারা সুপার সিক্সটিনেও ধরে রেখেছে জয়ের ধারা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র আলবাসিলেস্তারা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) চিলির জুলিয়ান মার্টিনেজ স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে কোনো পাত্তাই পায়নি সুপার ঈগল খ্যাত নাইজেরিয়ার যুবারা। যদিও বেশি আক্রমণ তারাই করেছে। আর্জেন্টিনার যুবারা ১০টি আক্রমণ করেছে গোলমুখে। আর নাইজেরিয়া করেছে ১৪টি। কিন্তু তারা একটি গোলও পায়নি। উল্টোদিকে ৪ বার গোলের দেখা পেয়েছে মেসিদের উত্তরসূরীরা।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলেজো সারকোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রায় ২০ মিনিট পর আবারও সাফল্য। ২৩ মিনিটের মাথায় মেহের কারিজ্জো ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে নাইজেরিয়ার যুবদল। কিন্তু গোলের দেখা তো পায়ই না, উল্টো আরও দুটি গোল খেয়ে বসে। ৫৩ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন কারিজ্জো। ৬৬ মিনিটে এক হালির কোটা পূর্ণ করেন মাতেও সিলভেত্তি।
এর আগে গ্রুপপর্বে কিউবার বিরুদ্ধে ৩-১ জয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ এবং ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখে আর্জেন্টিনা। অন্যদিকে নাইজেরিয়া গ্রুপপর্বের তিন ম্যাচে একটি জয়, একটি হার ও একটি ড্র করে নকআউট পর্বে ওঠে।
ফিফার বয়সভিত্তিক এই বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার শিরোপা ঘরে তোলা আর্জেন্টিনার সামনে সপ্তম শিরোপা জয়ের হাতছানি। ২০০৭ সালের পর আর ঘরে নেয়া হয়নি এই শিরোপা। ১৮ বছরের অপেক্ষা ঘোচানোর পালা এবার। আগামী ১২ অক্টোবর ভোর ৫টায় একই স্টেডিয়ামে মেক্সিকোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে লা আলবাসিলেস্তা যুবারা।
ক্রিফোস্পোর্টস/৯অক্টোবর২৫/এনজি
