Connect with us
ফুটবল

প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনাকে ১৭০ কোটি টাকার লোভনীয় প্রস্তাব

আর্জেন্টিনা ফুটবল দল
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

আঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মেসিদের বিপক্ষে প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে আঙ্গোলা।

স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় করে রাখতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিজেদের দেশে আনতে চায় আঙ্গোলা। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে লুয়ান্দায় যাবে আর্জেন্টিনা জাতীয় দল। আগামী ১৪ নভেম্বর আয়োজন করা হবে ম্যাচটি।

তবে, মেসিদের আতিথ্য দেওয়াটা খুব একটা সহজও নয় আঙ্গােলার কাছে। ‘স্পোর্টস নিউজ আফ্রিকা’র প্রতিবেদন মতে, অ্যাঙ্গোলা এই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে (এএফএ) প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৭০ কোটি টাকা দেবে।



নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মরক্কোর বিপক্ষে খেলার কথা ছিলো তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।  তবে অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে পাওয়া লোভনীয় প্রস্তাব না করতে পারেনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

তবে অ্যাঙ্গোলার বিপক্ষে মেসি থাকবেন কি না, তা নিয়ে অনেকের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের মতে, ‘মেসি প্রায় নিশ্চিতভাবেই দলে থাকবেন, যদি আফ্রিকান সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখিত অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়।’

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল