Connect with us
ভিডিও গ্যালারি

পারেনি আর্জেন্টিনা, আবারও ফাইনালে ব্রাজিল (ভিডিও)

Copa América Femenina Brazil
আবারও ফাইনালে ব্রাজিল। ছবি- সংগৃহীত

একবার-দুবার নয়, আটবার কোপা আমেরিকার শিরোপা জয়ী ব্রাজিল এবারও উঠেছে ফাইনালে। তাদের লক্ষ্য এবার নবম শিরোপা। মেয়েদের কোপা আমেরিকায় ব্রাজিলের আধিপত্য যেন এক অলিখিত বিধান হয়ে দাঁড়িয়েছে।

এবারের আগে নয়টি আসরের মধ্যে আটবারই শিরোপা জিতেছে সেলেসাও মেয়েরা। আর দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে আরেকটি শিরোপার খুব কাছে হলুদ জার্সির প্রমীলারা।

দাপুটে এই জয় তাদের দুটি বড় অর্জন এনে দিয়েছে। এই জয়ে কোপার ফাইনাল নিশ্চিতের পাশপাশি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সরাসরি জায়গা নিশ্চিত করেছে নারী সেলেসাওরা।


আরও পড়ুন 

» শেষ মুহূর্তের গোলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন ঋতুপর্ণা

» সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান, এবারও ম্যাচ বাতিল করবে ভারত?


এদিন প্রথমার্ধেই উরুগুয়ের জালে তিনটি গোল করে বড় ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে উরুগুয়ে একটি গোল করে ব্যবধান কমালেও তাদের শোচনীয় পরিণতি এড়ানো সম্ভব হয়নি। এক লাল কার্ডের পর উরুগুয়ে ১০ জনে পরিণত হয় এবং পরবর্তীতে আরও দুটি গোল হজম করে তারা।

আগের দিন প্রথম সেমিফাইনালে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠে কলম্বিয়া। আগামী শনিবার রাতে নারী কোপার ফাইনাল খেলবে ব্রাজিল ও কলম্বিয়া। ব্রাজিলের আধিপত্য নাকি কলম্বিয়ার ইতিহাস সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৫/এজে/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ভিডিও গ্যালারি