
ফিফা র্যাঙ্কিংয়ে লম্বা সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছিল আর্জেন্টিনা। তবে গত সেপ্টেম্বরে স্পেনের কাছে শীর্ষস্থান হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুইধাপ পিছিয়ে তিনে নেমে যায় লিওনেল মেসির দল। তবে একমাস পরেই ফের উন্নতির মুখ দেখল আলবিসেলেস্তেরা। তবে লাতিনের আরেক পরাশক্তি ব্রাজিল একমাসের ব্যবধানে দ্বিতীয়বার অবনতি করেছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে একধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। ২ পয়েন্ট বেড়ে আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৮৭২।
আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আরও একধাপ পিছিয়ে সাতে নেমে গেছে। ২০২৪ সালের জুলাই থেকে র্যাঙ্কিংয়ে এক বছরের বেশি সময় ধরে পাঁচে অবস্থান করছিল সেলেসাওরা। তবে গত সেপ্টেম্বরে একধাপ পিছিয়ে ছয়ে নেমে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার ব্রাজিলের নতুন অবস্থান ৭। ৩ পয়েন্ট কমে তাদের রেটিং পয়েন্ট এখন ১৭৫৯।
ফিফা অক্টোবর উইন্ডোটা বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র সফরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দুটোতেই জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ এবং পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় মেসিরা। আর তাতেই উন্নতি হয়ে ফিফা র্যাঙ্কিংয়ে।
অন্যদিকে ব্রাজিলের এশিয়া সফর ছিল জয় পরাজয়ের মিশ্রণ। সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় সেলেসাওরা। তবে পরের ম্যাচে জাপানের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় সফরকারীরা। আরে তাতেই ফের অবনতি হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
ফিফা র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আগের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে বর্তমানে তাদের রেটিং পয়েন্ট ১৮৮১। একধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ফ্রান্স। তাদের রেটিং পয়েন্ট ১৮৬৩। আগের মতোই যথাক্রমে চার ও পাঁচ নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ও পর্তুগাল।
একধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে নেদারল্যান্ডস। তাদের রেটিং পয়েন্ট ১৭৬০। বেলজিয়াম ১৭৪০ পয়েন্ট নিয়ে আগের মতোই আট নম্বরে অবস্থান করছে। তবে উন্নতি করেছে ইতালি ও জার্মানি। একধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে আজ্জুরিরা। তাদের রেটিং পয়েন্ট ১৭১৭। দুইধাপ এগিয়ে পুনরায় শীর্ষ দশে ফিরেছে জার্মানি। ১০ নম্বরে উঠে আসা দলটির রেটিং পয়েন্ট ১৭১৩।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/বিটি
