ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি ল্যাটিন-বাংলা সুপার কাপ। এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (এএফবিপিআইএল) আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ডিসেম্বরের ৫ তারিখ ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলা হবে এই প্রতিযোগিতা। যেখানে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের তিনটি দল।
মূলত সাবেক তারকা ফুটবলারদের নিয়েই গড়ে তোলা দল নিয়েই মাঠে নামবে এই তিনটি দল। নিজ দেশের জার্সি গায়ে দিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবলাররা। বিষয়টি আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলের ন্যাশনাল অ্যাসোসিয়েশন থেকে অনুমোদনও দেওয়া হয়েছে।
তবে সবথেকে চমক জাগানো খবর, ডিসেম্বরে আসতে যাওয়া ব্রাজিলের দলটির সঙ্গে থাকবেন দেশটির ও বিশ্বের অন্যতম সুপারস্টার কাফু। ব্রাজিলের জার্সিতে ঢাকার মাঠে নামতে পারেন এই বিশ্বকাপজয়ী তারকা। প্রতিটি দল এই প্রতিযোগিতায় খেলবে তিনটি ম্যাচ। একবার করে পরস্পরের বিপক্ষে মুখোমুখি হবে তারা।
ইতোমধ্যে সুপার কাপের জন্য ৫ থেকে ১৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়াম বরাদ্দ নেওয়া হয়েছে। এই প্রতিযোগিতা নিয়ে আয়োজকরা আজ শুক্রবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিস্তারিত তুলে ধরবে বলে জানা গেছে। বাংলাদেশের হয়ে কারা খেলবেন, সেটাও জানা যাবে খুব দ্রুত।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/এফএএস