তরুণ ফুটবলারদের সুযোগ করে দিতে একাধিক অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিয়েই নভেম্বরের প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। গুঞ্জন ছিল দলটির তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও বাদ পড়তে পারেন দল থেকে। হয়েছেও ঠিক তেমনটাই। পরিচিত একাধিক মুখ স্কালোনির স্কোয়াড থেকে বাদ পড়লেও টিকে গেছেন লিওনেল মেসি।
নভেম্বর উইন্ডোর জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে আর কোনো ম্যাচ না থাকায় স্পেনে ক্যাম্প করবে তারা। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য স্থানীয় আর্জেন্টাইন ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকা হয়নি।
মূলত এসব স্থানীয় ক্লাব যেন ক্ষতির মুখে না পড়ে সেটাই চিন্তা করেছেন ফেডারেশন এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়ার। তার এমন সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন কোচ স্কালোনিও। ফলে গেল উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস, গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো এবং মার্কাস আকুনাকে রাখা হয়নি নভেম্বরের এই দলে।
প্রথমবারের মতো আর্জেন্টাইন জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। এ ছাড়া ভ্যালেন্টিন বার্কোকে দলে ফেরানো হয়েছে। পরিচিত বেশ কিছু মুখ অনুপস্থিত থাকলেও যথারীতি লিওনেল মেসিকে অধিনায়ক করেই স্কোয়াড সাজিয়েছেন স্কালোনি। যদিও তার খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়।
আর্জেন্টিনার স্কোয়াড—
গোলরক্ষক : জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/এফএএস