Connect with us
ফুটবল

ফিফা নারী ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

নারী ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা (ছবি: গুগল)

আসন্ন ফিফা নারী ফুটবল বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের ঘোষিত দলে রয়েছেন পাঁচ ফরোয়ার্ড। আসরে ‘জি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ ইতালি, সুইডেন ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে চলতি মাসেই অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডের মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপের ৯ম আসর। আগামী ২০ জুলাই এবারের আসরের পর্দা উঠেবে। শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।



নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনার মেয়েরা। ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে আলবিসেলেস্তরা লড়বে ২ আগস্ট।

আর্জেন্টিনার ২৩ সদস্যের দল:

ভ্যানিনা কোরিয়া, লারা এসপোন্ডা, আদ্রিয়ানা মারিয়া শ্যাক্স, এলিয়ানা স্টেবিল, জুলিয়েটা ক্রুজ, ভেনেসা সান্তানা, আলদানা কমেটি, রোমিনা নুনেজ, ডায়ানা ফালফান, পলিনা গ্রামাগলিয়া, ডালিলা ইপপোলিটো, ইয়ামিলা রদ্রিগেজ, লারা এসপোন্ডা, সোফিয়া ব্রাউন, মরিয়ম মায়োরগা, ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো, লরেনা বেনিটেজ, ক্যামিলা গোমেজ আরেস, গ্যাব্রিয়েলা শ্যাভেজ, মারিয়ানা ল্যারোকুয়েট, চিয়ারা সিঙ্গারেলা, এরিকা লনিগ্রো, এস্তেফানিয়া বানিনি।

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদে বেনজেমার শূন্যস্থান পূরণ করতে চলেছেন এমবাপ্পে

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল