
লাতিন অঞ্চল থেকে ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। এবার বাছাইপর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দুই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডরের।
আসন্ন এই দুই ম্যাচের জন্য আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ২৯ সদস্যের বড় দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এর আগে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই ফুটবলার। তারা হলেন ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়া।
সবশেষ দল থেকে বাদ পড়েছেন চেলসির হয়ে খেলা তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কলম্বিয়া ম্যাচে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন তিনি। যে কারণে এই তারকাকে প্রাথমিক স্কোয়াডেই রাখেননি লিওনেল স্কালোনি।
লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ১১ জয় ,২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা। বাছাইপর্বের শেষ দুই ম্যাচ হেরে গেলেও টেবিলের শীর্ষে থেকেই বাছাইপর্ব শেষ হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।
আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১০ সেপ্টেম্বর অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আকাশী-নীলরা। এই ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়।
আর্জেন্টিনার স্কোয়াড—
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক আলস্টিার
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৫/বিটি
