
বিশ্বকাপ বাছাইপর্ব শেষ, এবার সামনে প্রস্তুতির পালা। আগামী অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকো। সেই দুই ম্যাচকে সামনে রেখে ২৮ সদস্যের নতুন দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
দলে আছেন লিওনেল মেসি। সঙ্গে কিছু চমকও রেখেছেন স্কালোনি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো ও গোলরক্ষক ফাকুন্দো। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দীর্ঘদিন পর ফিরেছেন মার্কোস সেনেসিও।
১০ অক্টোবর ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৩ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর সঙ্গে। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পলের খেলা নিয়ে সংশয় আছে। কারণ, পরদিনই তাদের ক্লাবের ঘরের মাঠে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচ রয়েছে।
২৮ বছর বয়সী আনিবাল মরেনো বর্তমানে খেলছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে। লাউতারো রিভেরো রিভার প্লেটের তরুণ প্রতিভা, বয়স মাত্র ২১। আর গোলরক্ষক ফাকুন্দো আছেন আর্জেন্টিনার রেসিং ক্লাবে। এই তিনজনের অন্তর্ভুক্তি দলে নতুন জ যোগ করেছে।
আর্জেন্টিনা স্কোয়াড এক নজরে
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়ালতার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস), ফাকুন্দো (রেসিং)
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওটামেন্দি (বেনফিকা), মার্কোস সেনেসি (বোর্নমাউথ), লাউতারো রিভেরো (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আনিবাল মরেনো (পালমেইরাস), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), এনজো ফার্নান্দেজ (চেলসি), নিকোলাস পাস (কোমো), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), জুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (ইউভেন্তুস), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ)।
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/টিএ
