সময় যত গড়িয়ে যাচ্ছে, ততই দামামা জোরালো হচ্ছে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের। আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ফুটবল মহাআয়োজনের মেগা ড্র। আর বিশ্বকাপের এই ড্রকে সামনে রেখে র্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে ফিফা। সাম্প্রতিক পারফরমেন্সে ভর করে যেখানে এসেছে বড় রদবদল।
আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাছাইপর্ব পেরিয়ে আসা বিশ্বের মোট ৪৮ টি দেশ। ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে কোন দল খেলবে কোন গ্রুপে এবং কে হবে কার প্রতিপক্ষ। আর এই ড্র অনুষ্ঠানের জন্য র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভিন্ন পটে রাখা হবে সকল দলগুলোকে। যেখানে প্রতিটি পটে থাকবে ১২টি করে দল।
বিশ্বকাপের শীর্ষ পটে থাকবে আয়োজক তিন দেশসহ র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো। আর সেই হিসেবে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি প্রথম পটে থাকছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং জার্মানি।
র্যাঙ্কিং বিবেচনায় প্রথম শীর্ষ পটের একদম শেষ দল হিসেবে নিজেদের জায়গা ধরে রেখেছে জার্মানি। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় ২০১৮ সালের রানার্স-আপ ও ২০২২ সালের সেমিফাইনালিস্ট দল ক্রোয়েশিয়া নেমে গেছে দ্বিতীয় পটে। এদিকে এখনো কিছু দলের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আশা বাকি থাকায় বাকি ৩ পট এখনো কিছুটা অনিশ্চিত।
এদিকে ফিফা র্যাঙ্কিংয়ের ১২তম অবস্থানে থাকলেও বিশ্বকাপ খেলা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ইতালি। বাছাইপর্বে হালান্ডের নরওয়ের কাছে হেরে গ্রুপে পিছিয়ে থেকে প্লে-অফে নেমে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার শঙ্কায় পড়েছে দলটি।
ইউরোপীয় প্লে-অফ পেরিয়ে আসতে পারলে তারা থাকবে ড্রয়ের দ্বিতীয় পটে। একই প্লে-অফ খেলে এই পটে আসার সুযোগ রয়েছে ডেনমার্কেরও। এছাড়া র্যাঙ্কিং বিবেচনায় দ্বিতীয় পটের সম্ভাব্য দলগুলো হচ্ছে– ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, দক্ষিণ কোরিয়া, ইরান ও অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/এফএএস