Connect with us
স্পোর্টস বক্স

স্মৃতি মান্ধানার মতো বিয়ে ভেঙেছিল ভারতের আরেক নারী ক্রীড়াবিদের!

Smriti Mandhana and Tennis star Sania Mirza
স্মৃতি মান্ধানা ও সানিয়া মির্জা। ছবি- সংগৃহীত

ভারতের তারকা নারী ক্রিকেটার স্মৃতি মন্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙে গেছে গত ৭ ডিসেম্বর। গত ২৩ নভেম্বর তাদের বিয়ে হওয়ার কথা ছিল তবে স্মৃতির বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় অনুষ্ঠান স্থগিত করা হয়। পরে পলাশকে ঘিরে নানা আলোচনা সামনে আসে। শেষ পর্যন্ত দুজনের বিয়েও বাতিল হয়ে যায়।

এদিকে এটিই প্রথম নয়, ভারতের নারী ক্রীড়াঙ্গনে এর আগেও আলোচিত এক সম্পর্ক ভেঙেছিল। টেনিস তারকা সানিয়া মির্জারও এনগেজমেন্ট শেষে বিয়ে ভেঙে যায়।

পরে সানিয়া পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। তবে তার আগে তিনি সোহারাব মির্জার সঙ্গে বাগদান সেরেছিলেন, যা বিয়ের পর্যায়ে পৌঁছায়নি। ২০০৯ সালে তাদের বাগদান হয় কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সে সম্পর্ক ভেঙে যায়।



ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়, বাগদানের কয়েক মাস পরই সানিয়া ও সোহারাব বুঝতে পারেন- তারা একে অপরের জন্য উপযুক্ত নন। দুপক্ষের সম্মতিতেই বাগদান ভেঙে দেওয়া হয়।

সোহারাব মির্জা হায়দরাবাদের বিখ্যাত বেকারি চেইন ‘ইউনিভার্সাল বেকার্স’-এর মালিক আদিল মির্জার ছেলে। সানিয়া ও সোহারাব স্কুলজীবন থেকেই একে অপরকে চিনতেন।

২০০৯ সালের ১০ জুলাই একটি প্রাইভেট অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। দুজনই হায়দরাবাদের সেন্ট মেরি কলেজে পড়েছেন। বয়সেও পার্থক্য ছিল মাত্র এক বছরের; সোহারাব সানিয়ার চেয়ে বড়।

সেসময় সোহারাব জানিয়েছিলেন, শুরু থেকেই দুজনের মধ্যে মতপার্থক্য ছিল। তাদের পরিবার তিন প্রজন্ম ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে এবং শৈশব থেকেই তারা একে অপরকে চিনতেন কিন্তু বাগদানের পর সিদ্ধান্তে পৌঁছান যে, তারা একে অপরের জন্য উপযুক্ত নন

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in স্পোর্টস বক্স