
উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ খুব শিগগিরই সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিতে যাচ্ছেন।
ফুটবল বিষয়ক জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ২০২৮ সালের জুন পর্যন্ত তিন বছরের একটি চুক্তিতে আল-হিলালের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন লিভারপুলের এই ফরোয়ার্ড।
গত সপ্তাহেই সম্ভাব্য দলবদলের ইঙ্গিত দিয়েছিলেন নুনিয়েজ। এরপর থেকে আলোচনা এগিয়ে চলে স্থির গতিতে।
ইতোমধ্যে লিভারপুল ও আল-হিলালের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে।
রোমানো জানিয়েছেন, এখন চূড়ান্ত শর্তাবলি নিয়ে কাজ চলছে এবং খুব শিগগিরই ‘হিয়ার উই গো’ ঘোষণার জন্য প্রস্তুত হতে পারেন তিনি।
এই চুক্তির আওতায় লিভারপুল নুনিয়েজের বিনিময়ে পাবে ৫৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি, সঙ্গে নির্ধারিত কিছু বোনাসও।
২০২২ সালে বেনফিকা থেকে লিভারপুলে আসেন ডারউইন নুনিয়েজ। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। এখন নতুন চ্যালেঞ্জ নিতে সৌদি আরবের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।
এই দলবদল সম্পন্ন হলে, আল-হিলাল তাদের স্কোয়াডে আরেকজন ইউরোপীয় তারকাকে যুক্ত করতে যাচ্ছে।
সৌদি ক্লাব আল-হিলাল সম্প্রতি ইউরোপীয় ফুটবলারদের দলে ভেড়ানোর দিক থেকে সবচেয়ে এগিয়ে। নেইমার, কালিদু কুলিবালি, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, রুবেন নেভেসের মতো ইউরোপীয় অভিজ্ঞ তারকারা ইতোমধ্যে আল-হিলালের জার্সি গায়ে চাপিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন ডারউইন নুনিয়েজ।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৫/এনজি
