Connect with us
ফুটবল

ব্রাজিলকে জেতাতে পারলেন না আনচেলত্তিও, বাড়লো অপেক্ষা

Brazil Ancelotti
ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেকাওরা। ছবি- সংগৃহীত

মার্চের শেষ সপ্তাহে আর্জেন্টিনার কাছে ৪ গোল খাওয়ার ক্ষত এখনো ভোলেননি ব্রাজিলের ভক্তরা। কিন্তু সেই দুঃখ ভোলাতে আনা হয়েছিল জনপ্রিয় কোচ কার্লো আনচেলত্তিকে। কিন্তু তার যাত্রাটাও সুখকর হলো না। ড্র নিয়েই থাকতে হলো সন্তুষ্ট! বিশ্বকাপে জায়গা চূড়ান্ত করতে বাড়লো অপেক্ষা।

দরিভাল জুনিয়রের রেখে যাওয়া পোড় খাওয়া দলকে শক্তিশালী করতা আনা হয়েছিল বিদেশি আনচেলত্তিকে। আর নিজের প্রথম পরীক্ষায় খুব একটা ভালো করতে পারেননি। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেকাওরা। ম্যাচে চোখে পড়া মতো কোনো আক্রমণ ছিল না ব্রাজিলের।

ভোরে ব্রাজিলের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট ছিল আনচেলত্তির। শক্তিশালী একাদশ নিয়ে শুরু করলেও ইকুয়েডরের প্রাচীর ভেদ করতে পারেননি রিচার্লিসনরা। তবে নিজেদের জালও অক্ষত রেখেছিল এলিসন বেকারের টিম।


আরও পড়ুন :

» ফাহামিদুলের পারফরম্যান্সের প্রশংসা করে যা বললেন সোহেল রানা

» ‘প্রবাসী ফুটবলার আসলে বাংলাদেশ আরো শক্তিশালী হবে’


ইকুয়েডরের মাঠে ব্রাজিল সব কিছুতেই পিছিয়ে ছিল। ব্রাজিল ৪৭% বল দখলে রেখেছিল। আর স্বাগতিকরা ৫৩%। যেখানে ইকুয়েডরের ফুটবলাররা ৭বার গোলমুখে শট নিয়েছে সেখানে ভিনিসিয়ুস জুনিয়ররা মাত্র ৩বার শট নিতে পেরেছে। সেলেকাওরা ৮৩% সঠিক পাস দিয়েছিল, বিপরীতে ইকুয়েডরের ৮৭% পাস ছিল সঠিক।

এই ম্যাচের মধ্য দিয়ে ব্রাজিলের ১৫টি ম্যাচ খেলা শেষ হলো। ৬টি জয়, ৪টি ড্র এবং ৫টি হারে তাদের পয়েন্ট ২২। তবে বিশ্বকাপের টিকিট এখনো হয়নি এখনো। লাতিন আমেরিকা থেকে একমাত্র দল হিসেবে আর্জেন্টিনা জায়গা চূড়ান্ত করেছে। ব্রাজিলের অবস্থান চতুর্থ। এই মহাদেশ থেকে খেলার সুযোগ পাবে ৬টি দল।

এদিকে সব সময় দেশি কোচদের ওপর ভরসা করা ব্রাজিল ২০০২ সালের পর বিশ্বকাপে আর সাফল্য পায়নি। গত কয়েক বছরে বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে আরও অবনতি হয়েছে। তাই আসন্ন বিশ্বকাপে বিদেশি আনচেলত্তির ওপর আস্থা রাখলেও মধুর হলো না যাত্রা।

ক্রিফোস্পোর্টস/৬জুন২৫/এজে/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল