
এশিয়া কাপ শুরু হতে আর বাকি ১৭ দিন। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের এই ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টিম ম্যানেজমেন্টেও একটি পরিবর্তন এনেছে বোর্ড।
মহাদেশীয় এই টুর্নামেন্ট সামনে রেখেন নতুন অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বিসিবি। লিটন-তাসকিনদের কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন ভারতের অক্ষয় হিরেমথ। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।
গত ২১ আগস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয় হিরেমেথ। অবশ্য এর আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে কাজ করেছেন তিনি। ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে খণ্ডকালীন পারফরম্যান্স এনালিস্ট হিসেবে কাজ করেন তিনি। এবার দীর্ঘমেয়াদি চুক্তিতে নিয়োগ পেলেন এই ভারতীয়।
আগামী এক বছর বাংলাদেশ শিবিরে থাকবেন তিনি। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই সময়ে বোর্ড থেকে তিন কিস্তিতে ১৫ হাজার ডলার বেতন নেবেন এই ভারতীয় অ্যানালিস্ট।
এর আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়েও কাজ করেছেন হিরেমেথ৷ তাছাড়া বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। বিশেষ করে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, বিপিএলের ফরচুন বরিশালের হয়েও কাজ করেছেন এই অ্যানালিস্ট।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এবারের আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাঁদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। শিরোপা খরা কাটানোর লক্ষ্যে আগামী ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৫/বিটি
