Connect with us
হকি

আমিরুলের হ্যাটট্রিকে হকি বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

Amirul’s fifth hat-trick leads Bangladesh to the ‘Challenger Champion’ title in the Hockey World Cup.
যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ছবি- এএইচএফ

যুব হকি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে আট দল। এই আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ)। যুব হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ

আজ সোমবার (৮ ডিসেম্বর) স্থান নির্ধারণী সবশেষ ম্যাচে ইউরোপের দল অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে আজও হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম। চলতি আসরে এটি তার পঞ্চম হ্যাটট্রিক।

আজ মাদুরাইয়ে প্রথম কোয়ার্টারে আমিরুলের গোলে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এবার পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন হুজায়ফা। তাতে ২-০ ব্যবধান এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।



Bangladesh vs Austria_Junior Hockey World Cup

বাংলাদেশ বনাম অস্ট্রিয়া। ছবি- এএইচএফ

বিরতি থেকে ফিরেই চতুর্থ মিনিটে লিড বাড়ায় বাংলাদেশ। রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে ৩-০ তে এগিয়ে যায় লাল-সবুজের দল। পরবর্তীতে আরও দুটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে ব্যর্থ হয় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শেষদিকে এক গোল শোধ করে অস্ট্রিয়া।

শেষ কোয়ার্টারে দুই গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল। তবে অস্ট্রিয়া ৯ পেনাল্টি কর্নার থেকে আরও ৩ গোল করে ম্যাচে ফিরে। শেষদিকে তাকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। তবে অস্টিয়াকে সমতায় ফিরতে দেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫-৪ গোলের ব্যবধানে জয় নিয়ে উল্লাসে মেতে উঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

Bangladesh celebrates Junior Hockey World Cup Challenger Trophy wins

অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর বাংলাদেশের উদযাপন। ছবি- এএইচএফ

মূলত শেষ ষোলোতে জায়গা করে নিতে না পারায় ১৭-২৪ তম স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ওমানকে ১৩-০ হারায় তারা। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায় লাল-সবুজের দল। আজ ১৭তম স্থান সবশেষে ম্যাচ জিতে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে তারা।

স্থান নির্ধারণী তিনিটি ম্যাচেই হ্যাটট্রিক করেন আমিরুল। পুরো আসরে ৬ ম্যাচে পাঁচ হ্যাটট্রিকসহ মোট ১৮ গোল করেছেন তিনি। যা এখন পর্যন্ত এই যুব হকি বিশ্বকাপে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।

ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি