যুব হকি বিশ্বকাপের ফাইনালে জার্মানির শিরোপা জয়ের দিনটায় আলাদা আলো কেড়ে নিলেন বাংলাদেশের আমিরুল। দলগত সাফল্য বাংলাদেশ পাননি, তবে ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি দাঁড়ালেন সবার ওপরে। এফআইএইচ তাকে দিয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। যার অর্থমূল্য ২ হাজার ডলার।
চেন্নাইয়ে বুধবারের ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মানি। নির্ধারিত সময়ে খেলা ছিল ১–১। অন্যদিকে স্বাগতিক ভারত আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয় হয়। বাংলাদেশের দল টুর্নামেন্ট শেষ করেছে ১৭তম অবস্থানে। তবে শেষ ম্যাচের পরও দলের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন আমিরুল, যিনি নিজেই নিজের পারফরম্যান্স দিয়ে পুরো টুর্নামেন্টে আলোচনার কেন্দ্র ছিলেন। শিরোপার লড়াইয়ে বাংলাদেশ ছিটকে গেলেও অন্য প্রান্ত থেকে নিজের কাজটুকু যথাযথভাবে করে যান তিনি। তার অসাধারণ পারফরম্যান্স এর প্রতিদান দিতেও ভুলেনি এফআইএইচ কর্তৃপক্ষ।
এবারের আসরে ব্যক্তিগতভাবে অবিশ্বাস্য পারফর্ম করেছেন আমিরুল। ছয় ম্যাচে করেছেন ১৮ গোল। সংখ্যাটা যতটা বড়, তার ভেতরকার ধাপগুলিও রেকর্ডে ভরপুর। পাঁচটি হ্যাটট্রিক, চার ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। পুরো আসরে যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য নাম ছিলেন এই ফরোয়ার্ড। তার গোলের ধারাবাহিকতাই মূলত শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছে টুর্নামেন্টের শীর্ষে। সব মিলে এবারের আসরে এক অবিশ্বাস্য কীর্তি গড়েছেন এই বাংলাদেশি তারকা।
বাংলাদেশ হকিতে এমন ব্যক্তিগত অর্জন খুব একটা দেখা যায় না। আমিরুলের পুরস্কার তাই শুধু একটি ট্রফি নয়, দেশের হকি এবং সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনের জন্য বড় এক উদাহরণ হয়ে থাকবে। মাঠে দলের অবস্থান যেমনই হোক, ব্যক্তিগত পর্যায়ে তিনি বিশ্বকে দেখিয়ে দিলেন খেলার প্রতি তীব্র ভালবাসা, ইচ্ছা, শৃঙ্খলা থাকলে যেকোনো পরিস্থিতিতে সফল হওয়া সম্ভব। শুধু তাই নয়, সঠিক পরিবেশ আর ধারাবাহিকতায় বাংলাদেশের খেলোয়াড়ও বিশ্বমঞ্চে আলাদা জায়গা করে নিতে পারে সেটারই প্রমাণ রাখলেন তিনি।
অস্ট্রিয়া, কোরিয়া, চীন, মিশর এবং কানাডার চেয়ে এগিয়ে শেষ করা, পাশাপাশি অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত লড়াই সব মিলে বিশ্ববাসীকে নতুন বার্তা দিয়ে রেখেছে আমিরুলের বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/টিএ