প্রথমবারের মতো হকিতে কোন আন্তর্জাতিক টাইটেল জিতেছে বাংলাদেশ। গতকাল হকি বিশ্বকাপের অবস্থান নির্ধারণী ফাইনালে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল গোটা টুর্নামেন্টে উড়তে থাকা আমিরুল ইসলাম।
চলতি টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলেছে বাংলাদেশ। আর সেখানেই ৫ ম্যাচে হ্যাটট্রিক করে আসরে সর্বোচ্চ ১৮ গোল করেছেন বাংলাদেশি এই খেলোয়াড় আমিরুল। গতকাল শিরোপা জয়ের রাতে তিনি হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করে দেশের নাম সব থেকে উপরে উঠিয়ে রাখতে পারায় গর্বিত হওয়ার কথা জানিয়েছেন আমিরুল।
ম্যাচ শেষে হ্যাটট্রিক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানতাম না অবশ্য। আমি চেষ্টা করছি জাস্ট টিমটির জন্য গোল করার জন্য আর আমি এত কিছু চিন্তা করিনি যে হ্যাটট্রিক হবে বা রেকর্ড এগুলো আমি বেশি আমি বেশি ফোকাস করিনি। আমি জাস্ট ফোকাস করছি যেন আমি স্কোরটা করতে পারি টিমের জন্য।’
গোল করার ক্ষেত্রে চলমান আসরে আমিরুলের ধারে কাছেও কেউ নেই। তার ১৮ গোলের পর দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার গোলদাতা লি-মিন-হুক করেছেন ১১ গোল। আমিরুল বলেন, ‘না, এটাও আমার জানা ছিল না অবশ্য। আমি সবসময় একটা জিনিসই মেনটেইন করছি যে আমার ফোকাস ছিল যে আমি যেন টিমের জন্য গোল করতে পারি।’
হকি বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো ম্যাচ জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই গোল করে অবদান রেখেছেন আমিরুল। তাই নিজের গর্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘অবশ্যই, এটা আমার প্রাউড ফিল হচ্ছিল যে গোল করতে পারছি দেশের জন্য, যেহেতু আমার গোলের জন্য বাংলাদেশ উইন করতেছে, এটা আমার জন্য সবচেয়ে বেশি প্রাউড।’
তবে এখানে থেমে যেতে চান না তিনি। গোলগুলো নিজের পরিবারকে উৎসর্গ করে ভবিষ্যতে আরো ভালো করার প্রত্যয় জানিয়েছেন আমিরুল, ‘এটা আমার ফ্যামিলিকে ডেডিকেট করতে চাই। অবশ্যই আমি তাদেরকে থ্যাঙ্ক ইউ দিতে চাই কারণ তারা আমাকে অনেক সাপোর্ট করছে। ইনশাআল্লাহ, আমি ভবিষ্যতেও চেষ্টা করব আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য।’
চলমান জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে গ্রুপপর্বে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ফ্রান্সের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এরপর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলে গ্রুপের তৃতীয় অবস্থানে থেকে বিদায় নেয় দলটি। ২৪ দলের মধ্যে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দল নিয়ে অনুষ্ঠিত হয়েছিল চ্যালেঞ্জার্স কাপ। যেখানে সবগুলো ম্যাচ জিতে ১৭তম অবস্থানে থেকে শিরোপা জিতেছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৫/এফএএস