Connect with us
হকি

বিশ্বকাপ মাতিয়ে মোটা অঙ্কের অর্থ বোনাস পাচ্ছেন আমিরুলরা

Amirul and his teammates are set to receive hefty bonuses after lighting up the World Cup.
জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ দল। ছবি- এএইচএফ

জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ। ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত এই আসরে ২৪ দলের মধ্যে ১৭তম হয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিজেদের অভিষেক আসরে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর মোটা অঙ্কের অর্থ বোনাস পাচ্ছে লাল-সবুজের জার্সিধারীরা।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর কুর্মিটোলা ঘাঁটির শাহিন দ্বীপে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপ মাতানো দলকে বরণ করে নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সংবর্ধনায় বিশ্বকাপ মাতানো দলটির জন্য ৬৫ লাখ টাকা বোনাস ঘোষণা করা হয়। যার মধ্যে হকি ফেডারেশন ৪০ লাখ টাকা এবং ফেডারেশন সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ব্যক্তিগতভাবে ২০ লাখ বোনাস ঘোষণা করেন।

জুনিয়র হকি বিশ্বকাপ মাতানো দলের প্রতিটি সদস্য ৩ লাখ টাকা করে বোনাস পেয়েছেন। তবে এই তালিকায় ছিলেন না আমিরুল ইসলাম। বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা আমিরুলকে আলা আলাদাভাবে ৫ লাখ টাকা প্রদান করা হয়েছে।



জুনিয়র হকি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন আমিরুল। পুরো আসরে ৬ ম্যাচে পাঁচ হ্যাটট্রিকসহ মোট ১৮ গোল করেন তিনি। টুর্নামেন্ট শেষে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন তিনি। তাতে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান এই তারকা।

এদিকে বাংলাদেশ মূলত শেষ ষোলোতে জায়গা করে নিতে না পারায় ১৭-২৪ তম স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে। গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দল নিয়ে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচগুলোকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দেয় আন্তর্জাতিক হকি সংস্থা (এফআইএইচ)।

স্থান নির্ধারণী পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ওমানকে ১৩-০ হারায় তারা। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায় লাল-সবুজের দল। এরপর ১৭তম স্থান নির্ধারণী শেষ ম্যাচে ইউরোপের দল অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে নেয় লাল-সবুজের দল। গ্রুপ পর্বে দুই হ্যাটট্রিকের পর স্থান নির্ধারণী তিনিটি ম্যাচেই হ্যাটট্রিক করেন আমিরুল।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি