Connect with us
ক্রিকেট

বিপিএল ছাড়লেন আমির, কারণ কী

Amir
বিপিএল ছাড়লেন আমির। ছবি: সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটানসের হয়ে পুরো মৌসুম খেলার কথা থাকলেও মাঝপথেই বাংলাদেশ ছেড়ে গেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। তবে তার বিদায়ের সুনির্দিষ্ট কোনো কারণ নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে, আইএল টি–টোয়েন্টি শেষ করে বিপিএলে খেলতে বাংলাদেশে আসেন আমির। টুর্নামেন্টের শুরু থেকেই সিলেটের একাদশে নিয়মিত ছিলেন এই বাঁহাতি পেসার। মাঠে তার উপস্থিতি এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখছিলেন। সিলেটের তিনটি জয়েই পেস বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন।

সিলেট টাইটানসের বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী আমিরকে পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করা হয়েছে। আমিরের পাশাপাশি বাংলাদেশ ছেড়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুব। সিলেটের হয়ে চার ম্যাচ খেলা এই ক্রিকেটার তার ম্যাচ ফি সম্পূর্ণ বুঝে পেয়েছেন বলেও জানানো হয়।



যদিও সাইম আইয়ুবের বিপিএল ছাড়ার কারণ অবশ্য জানা। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন তিনি। দলের তথ্যমতে, জাতীয় দলের দায়িত্ব পালন শেষে আবারও সিলেট টাইটানসে যোগ দিতে পারেন সাইম আইয়ুব।

তবে মোহাম্মদ আমিরের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তার বিদায়ের পেছনে ব্যক্তিগত কারণ, ফিটনেস নাকি অন্য কোনো বিষয় এ নিয়ে সিলেট টাইটানস কর্তৃপক্ষ কিছুই স্পষ্ট করেনি। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, ঠিক কী কারণে বিপিএল অসমাপ্ত রেখেই দেশে ফিরে গেলেন পাকিস্তানি অভিজ্ঞ এই পেসার।

বিপিএলের চলতি আসরে সিলেটের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন আমির। ৬ ম্যাচে সংগ্রহ করেছেন চারটি উইকেট।

উল্লেখ্য, চলমান বিপিএলে ৬ ম্যাচ খেলে ৩ জয় ও ৩ হার নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট টাইটান্স। সায়েম আইয়ুব, মোহাম্মদ আমির চলে গেলেও সিলেটে বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি রয়েছে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই দলের সাথেই আছেন। তবে আমিরের অনুপস্থিতি বোলিং বিভাগে সিলেটকে যথেষ্ট ভুগাবে।

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট