Connect with us
ফুটবল

আলভারেজের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর জয়

Álvarez’s brace seals Atlético’s victory in the Madrid derby.
রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়েছে আতলেতিকো। ছবি- সংগৃহীত

গত মৌসুমের ভরাডুবির পর নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর অধীনে চলতি মৌসুমের প্রথম ৮ ম্যাচেই জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। অবশেষে মাদ্রিদ ডার্বিতে এসে এমবাপ্পে-ভিনিসিয়ুসদের জয়ের রথ থামলো।

শনিবার (২৭ সেপ্টেম্বর) লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। দুর্দান্ত এই জয়ে জোড়া গোল করে অবদান রাখেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ।

লা লিগায় সপ্তম রাউন্ডের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিতানোতে দুই দল। ঘরের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয় আতলেতিকো। স্বাগতিকদের প্রথম গোলটি এনে দেন লে নরম্যান্ড। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১১ মিনিট পরেই সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে গোলটি করেন দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পে।



সমতায় ফেরার কিছুক্ষণ পরেই লিড নেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩৬তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন গুলার। তবে বিরতিতে যাওয়ার আগে ম্যাচে সমতা ফেরায় আতলেতিকো। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন অ্যালেকজান্ডার সরলোথ। তাতে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে লিড নেয় আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের ৫১তম মিনিটে স্পট কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচের ৬৩ মিনিটে ফের মাদ্রিদের জালে আঘাত হানেন আলভারেজ। বক্সের বাইরে থেকে সরাসরি ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেন এই আর্জেন্টাইন তারকা।

দুই গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল আতলেতিকো। শেষদিলে ফের লিড বাড়ায় স্বাগতিকরা। ম্যাচের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আতলেতিকোকে পঞ্চম গোল এনে দেন আতোয়ান গ্রিজমেন। শেষ ৫-২ গোলের বিশাল জয়ে মূল্যবান ৩ পয়েন্ট তুলে নেয় দিয়েগো সিমিওনের শিষ্যরা।

মাদ্রিদ ডার্বিতে হারের পরও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট দলটির। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বার্সেলোনা। ৬ ম্যাচে ৫ জয়ের বিপরীতে ১ ম্যাচে ড্র করেছে তারা। এছাড়া ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল এবং ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে আতলেতিকো মাদ্রিদ।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল