
গত সপ্তাহটা ভালো কাটেনি ইংল্যান্ডের চ্যাম্পিয়ন লিভারপুলের। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মৌসুমের প্রথম হারের স্বাদ পেয়েছে তারা। পরের ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে হেরেছে তারা। টানা দুই হারের পর এবার নতুন করে দুঃসংবাদ পেল অলরেডরা। শেষ ম্যাচের পর চোটে জর্জরিত ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন লিভারপুলের নিয়মিত গোলরক্ষক অ্যালিসন বেকার। ওই ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। এই চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা।
আগামীকাল প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ম্যাচটি হবে চেলসির ঘরের মাঠে। তবে এই ম্যাচে অ্যালিসনকে ছাড়াই মাঠে নামবে দলটি। পরবর্তীতে ক্লাবটির হয়ে আরো বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন এই তারকা গোলরক্ষক।
এদিকে অক্টোবর উইন্ডোতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচের স্কোয়াডে আছেন তিনি। তবে ইনজুরিতে পড়ে জাতীয় দলেও খেলা হচ্ছে না এই তারকার। এ প্রসঙ্গে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলতে ব্রাজিল ভ্রমন করবে না অ্যালিসন। শনিবারও (চেলসি ম্যাচে) সে মাঠের বাইরে থাকবে।
অ্যালিসন কবে নাগাদ ফিরতে পারেন সেটাও এখনও নিশ্চিত নয়। অক্টোবরের শেষের দিকে তার ফেরার সম্ভাবনা রয়েছে। তবে তার আগেই ফিরতে পারলে অবাক হবেন স্লট। তিনি বলেন, ‘তার মাঠে ফেরাটা নির্ভর করছে সে কত দ্রুত সেরে ওঠে তার উপরে। তবে এটা স্পষ্ট যে, সে ব্রাজিলের হয়ে খেলার জন্য সে উপযুক্ত নয়। যদি আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচে তাকে পাওয়া যায়, তাহলে আমি অবাক হবো।’
দক্ষিণ কোরিয়া সফরে ১০ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে তাদের ঘরের মাটিতে খেলবে সেলেসাওরা। আন্তর্জাতিক বিরতির পর লিভারপুলের প্রথম ম্যাচ ১৯ অক্টোবর। ঘরের মাঠে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
এদিকে গালাতাসারাইয়ের বিপক্ষে আ্যালিসন ছাড়াও চোট পেয়েছেন ফেদেরিকো চেইসা ও হুগো একিতিকে। আগামীকালের ম্যাচে তারাও অনিশ্চিত। শেষ পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন কোচ। তারাও না খেলতে পারলে বেশ বিপাকেই পড়তে পারে ক্লাবটি।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/বিটি
