ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর সতীর্থ, টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন সিরিজ জুড়ে আলো ছড়ানো বাংলাদেশী ওপেনার সাইফ হাসান।
আজ (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে সিরিজ জয় নিয়ে সাইফ লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’।
সবসময় পাশে থাকার জন্য সতীর্থ খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের নিয়ে তিনি আরো লিখেছেন, ‘সতীর্থ, ব্যবস্থাপক ও সেইসব সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাদের পাশে থাকেন’।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ব্যাট হাতে ৮৯ রান সংগ্রহ করেছেন সাইফ। বল হাতে প্রথম ২ ম্যাচে ৫ ওভার বল করে ১৬ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেছেন।
সিরিজের ২য় ম্যাচে শেষ ওভারে সাইফের বুদ্ধিবৃত্তিক বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ম্যাচ ড্র করে বাংলাদেশ, ক্যাচ মিস না হলে হয়তো জয় পেতে পারত বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত সুপার ওভারে ১ রানে ম্যাচ হেরেছে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/এআই