
বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ উইম্বলডনে টানা তৃতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছেন। সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে ৩-১ সেটে (৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬) হারিয়ে এই কীর্তি গড়েন বিশ্বের দ্বিতীয় বাছাই এই স্প্যানিয়ার্ড। এর মাধ্যমে তিনি উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জয়ের অনন্য রেকর্ডের দোরগোড়ায় পৌঁছে গেছেন।
গ্রাস কোর্টে ক্যারিয়ারের সেরা মৌসুম নিয়ে সেমিফাইনালে নামা ফ্রিটজ, স্টুটগার্ট ও ইস্টবোর্নে জিতে তার শিরোপা সংখ্যা পাঁচে উন্নীত করেছিলেন, যা আলকারাজের চেয়েও বেশি।
ইউএস ওপেনের রানার্সআপ ফ্রিটজ এই আত্মবিশ্বাস নিয়েই প্রথমবারের মতো উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন। ২ ঘণ্টা ৪৯ মিনিটের এই লড়াইয়ে পঞ্চম বাছাই ফ্রিটজ আলকারাজকে কঠিন পরিস্থিতিতে ফেললেও শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন:
» লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্টে ডিউক বল বিতর্ক তুঙ্গে
» বাঙালি জাতি হিসেবে আজ আমরা লজ্জিত : আকবর
প্রথম ও তৃতীয় সেট আলকারাজ ৬-৪ ও ৬-৩ গেমে জিতলেও, ফ্রিটজ দ্বিতীয় সেট ৭-৫ গেমে জিতে ম্যাচে ফেরেন। চতুর্থ সেটে খেলা টাইব্রেকে গড়ায়, যেখানে ফ্রিটজ ৬-৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন। তবে, আলকারাজ টানা ৪ পয়েন্ট নিয়ে টাইব্রেক জিতে ফাইনাল নিশ্চিত করেন।
২০২১ সাল থেকে উইম্বলডনে সেরা পাঁচে থাকা কোনো খেলোয়াড়ের কাছে হারেননি আলকারাজ। এই সেমিফাইনালসহ উইম্বলডনে তার টানা ২০টি জয় হলো। আর মাত্র একটি ম্যাচ জিতলেই তিনি টানা তিনবার উইম্বলডন শিরোপা জয়ের বিরল কীর্তি গড়বেন। এর আগে মাত্র চারজন খেলোয়াড় এই রেকর্ড গড়েছেন। গত দুই আসরের ফাইনালে আলকারাজ নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা জিতেছিলেন। এবারের ফাইনালে তার প্রতিপক্ষ হবেন ইয়ানিক সিনার অথবা জকোভিচ।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এসএইচএ
